নয়া দিল্লিঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫ (Indian Premier League) মেগা নিলামকে কেন্দ্র করে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। নিলামের আগে দলগুলো বড় পদক্ষেপ নিতে শুরু করেছে। যেমন দিল্লি ক্যাপিটালস সৌরভ গঙ্গোপাধ্যায়কে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ক্লাবের তরফে জানিয়ে দেওয়া হয়েছে ক্যাপিটালস ফ্রাঞ্চাইজির মধ্যে থাকা পুরুষ দলের দায়িত্বে সৌরভকে আগামী মরশুমে আর দেখা যাবে না।
সরানো হল সৌরভকে
কিছু দিন আগে ঋষভ পন্থের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট দিল্লি ক্যাপিটালস সমর্থকদের উত্তেজনা বৃদ্ধি করেছিল। পন্থকে দিল্লির অধিনায়ক হিসেবে আর দেখা যাবে কি না সে ব্যাপারে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরই মধ্যে কোচের পদ থেকে রিকি পন্টিংকে অব্যাহতি দেওয়া হয়েছে। এবার সরানো হল সৌরভকে। ডিরেক্টর অফ ক্রিকেটের পদ থেকে সরানো হল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তবে ফ্রাঞ্চাইজির অন্য দলের দায়িত্বে তিনি থাকছেন।
সংবাদ মাধ্যমে কী বলা হয়েছে?
সংবাদ মাধ্যমে ফ্রাঞ্চাইজির এক কর্তা জানিয়েছেন, “ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের কাজ ও কোনও সিদ্ধান্তে সৌরভ গঙ্গোপাধ্যায় অংশ নেবেন না। তবে প্রিটোরিয়া ক্যাপিটালস ও মেয়েদের প্রিমিয়ার লিগের দায়িত্বে তিনি বহাল থাকছেন।”
কেন সরানো হল সৌরভকে?
সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাদ দেওয়ার সিদ্ধান্তের পিছনে দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির দু’টি গ্রুপ রয়েছে বলে মনে করা হচ্ছে। আসলে, দিল্লি ক্যাপিটালস দু’টি গ্রুপ দ্বারা পরিচালিত হয় – জেএসডব্লু এবং জিএমআর। এই দুই দলই ২ বছর দিল্লি ক্যাপিটালসের কাজ দেখভাল করছে। দিল্লি ক্যাপিটালসের কাজ এতদিন জেএসডাব্লু গ্রুপ দেখাশোনা করছিল। তবে আইপিএল ২০২৫ থেকে ফ্র্যাঞ্চাইজির পরবর্তী দুই মরশুমের কাজ এখন দেখবে জিএমআর গ্রুপ।