দেশে ফের বড় রেল দুর্ঘটনা, এবার লাইনচ্যুত লোকমান্য তিলক এক্সপ্রেসের ৮টি কামরা

Published on:

agartala mumbai ltt ac sf express derailed

শ্বেতা মিত্র, আগরতলাঃ উৎসবের মরসুমেও বিরাম নেই। ফের দেশে বড়সড় রেল দুর্ঘটনা ঘটে গেল। এবার দুর্ঘটনার কবলে লোকমান্য তিলক এক্সপ্রেস। রেল সূত্রে জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার বিকেলে আগরতলা থেকে যাওয়ার পথে ডিবলং স্টেশনে গিয়ে লাইনচ্যূত হয়ে গিয়েছে লোকমান্য তিলক এক্সপ্রেস। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে সর্বত্রই। ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়েছেন রেল কর্তারা।

লাইনচ্যুত লোকমান্য তিলক এক্সপ্রেস

WhatsApp Community Join Now

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বিকেল ৩টা ৫৫ মিনিট নাগাদ। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন রেলওয়ের মুখপাত্র।

lokmanya tilak express

তিনি আরও জানিয়েছেন, অসমের ডিমা হাসাও জেলায় আগরতলা-লোকমান্য টার্মিনাস এক্সপ্রেসের আটটি বগি লাইনচ্যুত হয়েছে।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে জানানো হয়েছেন, ইতিমধ্যে উদ্ধারকার্য শুরু হয়েছে। ট্রেন নম্বর ১২৫২০ আগরতলা লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার কারণে লামডিং-বাদরপুর সিঙ্গল লাইনে পরিষেবা বন্ধ রয়েছে।

বাতিল বহু ট্রেন

এদিকে দুর্ঘটনার জেরে আচমকা বেশ কিছু ট্রেনকে বাতিল করে দেওয়া হয়েছে। এই ট্রেনগুলি হল ট্রেন নম্বর ০৫৬৯৮ গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি, ১৫৬১১/১৫৬১২ রাঙিয়া-শিলচর-রাঙিয়া আজ ১৭ তারিখ বাতিল থাকবে। এছাড়াও আগামীকাল ১৮ অক্টবর ০৫৬৯৭ নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি স্পেশাল ও ১৫৬১৬/১৫৬১৫ শিলচর-গুয়াহাটি-শিলচর বাতিল থাকবে।

সঙ্গে থাকুন ➥
X