দুর্গোৎসবের পর কবে পড়ছে অমাবস্যা তিথি? জানুন মা কালীর আরাধনার সঠিক সময় ও দিন

Published on:

diwali 2024

প্রীতি পোদ্দার, কলকাতা: কথায় বলে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। উৎসব যেন লেগেই রয়েছে ঘরে ঘরে। একটি উৎসব শেষ হতে না হতেই আরেক উৎসব হাজির। সদ্যই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব শেষ হয়েছে। তবে উৎসবের পালা এখনও শেষ হয়নি। এবার আসছে কালীপুজো ও দীপাবলি। তাইতো মা কালীর আগমনের অপেক্ষায় দিন গোনা শুরু করে দিয়েছে বাঙালি। কিন্তু জানেন কি এই বছর কবে পড়েছে কালীপুজো, কবে পালিত হবে দীপাবলি এবং কবে পালিত হবে ভাইফোঁটা। সম্পূর্ণটা জেনে নিন আজকের প্রতিবেদনের মাধ্যমে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কখন হয় মা কালীর আরাধনা?

হিন্দু শাস্ত্র অনুযায়ী কার্তিক মাসের অমাবস্যা তিথিতে কালীপুজোর আয়োজন করা হয়ে থাকে। প্রথম দিন কার্তিক মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় ধন ত্রয়োদশী। এর পরের দিন পালিত হয় ভূত চতুর্দশী। এদিন ১৪ শাক খাওয়া ও ১৪ প্রদীপ জ্বালানোর রীতি প্রচলিত আছে। এবং দীপাবলির তৃতীয় দিনে কার্তিক অমাবস্যার পূণ্য তিথিতে বাঙালিরা মেতে ওঠেন মা কালীর আরাধনায়। এই পুজোকে কোথাও দীপান্বিতা কালীপুজোও বলা হয়। কোথাও আবার মহানিশা নামেও মা কালীর আরাধনা করা হয়। এবার এক নজরে জেনে নেওয়া যাক ২০২৪ সালে কখন থেকে কালীপুজোর অমাবস্যা পড়ছে।

কবে পড়ছে ধনতেরাস এবং অমাবস্যা?

পঞ্জিকা অনুযায়ী জানা গিয়েছে, এই বছর দু-দিন ধরে পালিত হবে দীপাবলি উৎসব। ৩১ অক্টোবর ও ১ নভেম্বর এই দুদিন। তবে ৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, কালীপুজো পালিত হবে। সেদিন, দুপুর ৩ টে ০৭ মিনিট ৪২ সেকেন্ডে পড়ছে অমাবস্যা। আর অমাবস্যার এই তিথি শেষ হবে পরের দিন ১ নভেম্বর ২০২৪ শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটে। আর এই বছর ধনতেরস পালিত হবে ২৯ অক্টোবর ২০২৪ মঙ্গলবারে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

পাশাপাশি ৩০ অক্টোবর ২০২৪ বুধবারে পালিত হবে ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী। এদিন চোদ্দ শাক খাওয়ার এবং চোদ্দ প্রদীপ ধরানোর রীতি রয়েছে। এবং গোবর্ধন পূজা অনুষ্ঠিত হবে ২ নভেম্বর, শনিবারে। আর ভাইফোঁটা বা ভ্রাতৃ দ্বিতীয়ার শুভ অনুষ্ঠান উদযাপিত হবে ৩ নভেম্বর ২০২৪ রবিবারে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group