আরও কম সময় দাঁড়াবে লোকাল ট্রেন, শিয়ালদা লাইনে কমল স্টপেজ টাইম! যাত্রী ভোগান্তির আশঙ্কা

Published:

Updated:

sealdah local train
Follow

শ্বেতা মিত্র, কলকাতাঃ শহর হোক বা কোনও শহরতলী কিংবা কোনো গ্রাম, সাধারণ মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে রেল ব্যবস্থা। যদি বর্তমান সময় ভারতের রেল ব্যবস্থাকে নিয়ে বারবার অভিযোগ তুলতে শুরু করেছেন সাধারণ মানুষ। একের পর এক ট্রেন দুর্ঘটনা তারপর ঘন্টার পর ঘন্টা দেরিতে ট্রেন চলা সহ ইত্যাদি নানা বিষয়কে নিয়ে সাধারণ মানুষ রেগেই রয়েছেন। তবে দুর্ভোগই কিন্তু এখানেই শেষ নয়, সাধারণ রেল যাত্রীদের সমস্যা আরো দ্বিগুণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং নিত্যদিন লোকাল ট্রেনে করে নিজের গন্তব্যস্থলের দিকে যাতায়াত করেন তাদের সমস্যা আরও বাড়তে চলেছে। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কী হয়েছে? তাহলে বিশদে জানতে চোখ কখন আজকের এই লেখাটির উপর।

রেল যাত্রীদের জন্য খারাপ খবর

নিত্য রেল যাত্রীদের ভোগান্তি যেন শেষ হওয়ারই নাম নিচ্ছে না। বিশেষ করে যারা শিয়ালদহ লাইনে রোজকার যাতায়াত করেন তাঁদের মাথায় এই সপ্তাহেও চিন্তার বাজ ভেঙে পড়েছে রীতিমতো। আসলে এবার শিয়ালদা ডিভিশনে লোকাল ট্রেনে স্টপেজ-এর সময়সীমা এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দেওয়া হল। হ্যাঁ ঠিকই শুনেছেন। এমনিতেই একের পর এক লোকাল ট্রেন বাতিল থেকে শুরু করে দেরিতে চলার কারণে সাধারণ মানুষের হয়রানির এসেছিল না তবে এবার গোদের ওপর বিষফোড়ার সমান হয়ে দাঁড়ালো স্টপেজে ট্রেন দাঁড়ানোর সময়সীমা। শিয়ালদা ডিভিশনে এবার সবকটি স্টেশনেই ট্রেন থামবে মাত্র ৩০ সেকেন্ড। অর্থাৎ আপনার হাতে এবার থেকে মাত্র ট্রেনে ওঠাবার ট্রেন থেকে নামার জন্য থাকবে মাত্র ৩০ টা সেকেন্ড।

কমল লোকাল ট্রেনের স্টপেজের সময়

জানা গিয়েছে, এতদিন শিয়ালদহ ডিভিশনে ট্রেন প্রতি স্টেশনে ৪০ থেকে ৫০ সেকেন্ড দাঁড়াত। অর্থাৎ যাত্রীরা ওঠা-নামার জন্য ওই সময়টা পেতেন। কিন্তু আজ অর্থাৎ শুক্রবার থেকে স্টপেজের সময় বেঁধে দেওয়া হচ্ছে ৩০ সেকেন্ড। এতে করে সাধারণ মানুষের কমবে না। যদিও রেলের পাল্টা দাবি, প্রত্যেকটি রেল স্টেশনে ট্রেনের দারানোর সময় খাতায়-কলমে ৩০ সেকেন্ডই থাকত। ট্রেনগুলো আরেকটি একটু বেশি সময় দাঁড়াতো। তবে এবার আর এসব হবে না। একদম ঘড়ি ধরে প্রত্যেকটি স্টেশনে মাত্র ৩০ সেকেন্ডেই ট্রেন থামবে বলে জানিয়েছে পূর্ব রেল।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join