শ্বেতা মিত্র, কলকাতাঃ Kalyani AIIMS Recruitment 2024: আপনিও কি একটা ভালো সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। দীর্ঘদিন ধরে যারা শিক্ষিত বেকার হয়েও বাড়িতে বসে আছেন তাঁদের জন্য চাকরির খবর রয়েছে এইমস কল্যাণীর কাছে। হ্যাঁ ঠিকই শুনেছেন। সম্প্রটি এইমস কল্যাণীর তরফে চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এইমস কল্যাণীতে একাধিক প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে। তাহলে দেরি না করে জেনে নিন কোন পদে কর্মী নিয়োগ করা হবে, কী কী যোগ্যতা লাগবে, বেতনই বা কত।
চাকরির খুঁটিনাটি
বিজ্ঞপ্তি অনুযায়ী, কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এ একাধিক গবেষণা প্রকল্পের কাজ হবে। আর এই প্রকল্পগুলিতে কাজ করার জন্য অনেক কর্মীর প্রয়োজন। অস্থায়ী ভাবে চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে। এর জন্য অনলাইনেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে বলে খবর। এইমস প্রতিষ্ঠানে মোট চারটি প্রকল্পে নিয়োগ হবে। সেগুলিতে আবার অর্থ সাহায্য করবে কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ হেলথ রিসার্চ এবং কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)।
অফিশিয়াল ওয়েবসাইট
আরও বিশদে জানতে বা আবেদন করতে https://aiimskalyani.edu.in/aiims-recruitments এই অফিশিয়াল পেজে ভিজিট করতে হবে।
পদের নাম
এইমস কল্যাণীর তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেটা অনুযায়ী, প্রোজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-১, প্রোজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-২ এবং প্রোজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-৩, এই পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে।
পদের সংখ্যা
সব মিলিয়ে মোট ৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এখানে একটি বিষয় বলে রাখা জরুরি, সমস্ত প্রকল্পে চুক্তির ভিত্তিতে এক বছরের জন্য কর্মী নিয়োগ করা হবে। পরবর্তীকালে শর্তসাপেক্ষে এই মেয়াদ বাড়ানো হতে পারে
বেতন
এবার আসা যাক বেতন প্রসঙ্গে। আপনার চাকরি যদি প্রোজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-১ পদে হয়ে যায় তাহলে আপনি মাস প্রতি বেতন পেতে পারেন ১৮,০০০ টাকা। এছাড়া আপনার চাকরি যদি প্রোজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-২ পদে হয়ে যায় তাহলে বেতন পাবেন ২০,০০০ টাকা। এরইসঙ্গে প্রোজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-৩ পদে চাকরি হলে আপনি প্রতিমাসে ২৮,০০০ টাকা বেতন পাবেন।
যোগ্যতা
এইমস কল্যাণীর প্রোজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-১, প্রোজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-২ এবং প্রোজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-৩, এই পদগুলিতে চাকরি পেতে আপনার কী কী যোগ্যতা প্রয়োজন তা জানতে চোখ রাখুন লেখাটির ওপর।
Kalyani AIIMS Recruitment 2024-এ শিক্ষাগত যোগ্যতা
প্রোজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-১ পদে আবেদন জানাতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা দশম পাশ সেইসঙ্গে MLT/DMLT -এ ডিপ্লোমা এবং পূর্বে কাজের অন্তত দু’বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রোজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-২ পদে চাকরি পেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিষয় নিয়ে দ্বাদশ শ্রেণী পাশ করা থাকতে হবে। সেইসঙ্গে মেডিকেল ল্যাব্রটরিতে টেকনোলজিতে ডিপ্লোমা করা থাকতে হবে। কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে, বিশেষ কড়ে MS Word, MS Excel জানা থাকতে হবে।
প্রোজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-৩ পদে চাকরি পেতে স্নাতক পাশ সেইসঙ্গে পূর্বে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা
বিজ্ঞপ্তি অনুসারে, প্রোজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-১, প্রোজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-২ এবং প্রোজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-৩ পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য হয়েছে যথাক্রমে ২৮, ৩০ এবং ৩৫ বছর।
বাছাই প্রক্রিয়া
ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের দিনক্ষণ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যথাসময়ে ঘোষণা করা হবে।
আবেদন জানানোর শেষ দিন
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর আবেদনের শেষ দিন।
গুরুত্বপূর্ণ লিংক
উল্লেখিত পদগুলিতে আবেদনের জন্য https://docs.google.com/forms/d/e/1FAIpQLSff94eFU2hgpz4cZXXrrrK8BfgYnHo2yueHsxqq5Mb0FWM8kw/viewform – এই লিংকে ক্লিক করতে হবে।