পান্নুনকে খুনের ছক, FBI-র নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন ভারতের জেমস বন্ড, চেনেন বিকাশ যাদবকে?

Published on:

vikash yadav raw fbi

শ্বেতা মিত্র, কলকাতাঃ গুরপতওয়ান্ত সিং পান্নুন… নিষিদ্ধ খলিস্তানি জঙ্গি সংগঠন শিখস ফর জাস্টিসের নেতাকে হত্যার চেষ্টার ঘটনায় গোটা বিশ্ব উত্তপ্ত হয়ে রয়েছে। এদিকে এই খুনের চেষ্টার দায়ে অভিযুক্ত করা হয়েছে ভারতের জেমস বন্ডকে। হ্যাঁ ঠিকই শুনেছেন। ইতিমধ্যেই আমেরিকার গোয়েন্দা সংস্থা FBI-র ওয়ান্টেড লিস্টে ভারতীয় গোয়েন্দার নাম জ্বলজ্বল করছে। সেইসঙ্গে তাঁর নামে হুলিয়া অবধি জারি করে গোটা বিশ্বকে চমকে দিয়েছে FBI। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে ভারতের জেমস বন্ড আবার কে? তাহলে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

WhatsApp Community Join Now

খালিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ভারত সরকারের প্রাক্তন কর্মকর্তা বিকাশ যাদবকে FBI অভিযুক্ত করেছে। বর্তমানে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (RAW)-এর সদর দফতর এবং সেন্ট্রাল সেক্রেটারিয়েটে কর্মরত বিকাশ যাদবের (৩৯) বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ এনেছে মার্কিন বিচার বিভাগ।

কী বলছে বিদেশমন্ত্রক?

এই বিষয়ে আমেরিকাকে পাল্টা জবাব দিয়েছে নয়াদিল্লি। বিকাশ যাদব প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিশ্চিত করেছেন যে ওই ব্যক্তি “আর ভারত সরকারের কর্মচারী নন”।

কে এই বিকাশ যাদব? Who Is Vikash Yadav?

খালিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুকে হত্যার ষড়যন্ত্রেরে অভিযোগ আনা হয়েছে বিকাশ যাদবের বিরুদ্ধে। সেইসঙ্গে অর্থ পাচারের অভিযোগও আনা হয়েছে। ইতিমধ্যেই এফবিআইয়ের তরফে বিকাশ যাদবের ওয়ান্টেড লেখা পোস্টারও বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে।  মার্কিন বিচার বিভাগের মতে, তিনি এখনও পলাতক। প্রথম অভিযোগে বিকাশ যাদবকে শুধুমাত্র “সিসি-১” হিসাবে চিহ্নিত করা হয়েছিল। এই বিকাশ যাদবের জন্ম ১৯৮৪ সালের ১১ ডিসেম্বর, হরিয়ানায়। উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি থেকে ৬ ফুট ১ ইঞ্চির মতো। কোড নেম সিসি-ওয়ান। ভারতীয় বিকাশের ছদ্মনাম ‘আমানত’।

বিকাশ যাদব সম্পর্কে পাওয়া তথ্য অনুযায়ী, তিনি আর সরকারি কর্মকর্তা নন। মার্কিন বিচার বিভাগ বলছে, তিনি বর্তমানে পলাতক। এফবিআই ডিরেক্টর ক্রিস্টোফার রে এক বিবৃতিতে বলেন, ‘এফবিআই এরকম ঘটনা মেনে নেবে না। এ ছাড়া আমেরিকায় বসবাসকারী মানুষের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার চেষ্টাও গ্রহণযোগ্য নয়। আমেরিকায় বসবাসকারীদের সাংবিধানিক অধিকার রক্ষা করা জরুরি। ‘

বিস্ফোরক আমেরিকা

মার্কিন বিচার দফতরের অভিযোগ, ২০২৩ সালের মে মাসে পান্নুকে হত্যার ষড়যন্ত্র শুরু হয়। মার্কিন গোয়েন্দাদের অভিযোগ, এর সঙ্গে বিকাশ যাদব জড়িত ছিলেন। তিনি ভারত এবং দেশের বাইরে সক্রিয় এজেন্টদের সঙ্গে যুক্ত ছিলেন। ভারত খালিস্তানি গুরপতবন্ত সিং পান্নুকে জঙ্গি ঘোষণা করেছে এবং তাকে দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক বলে অভিহিত করেছে। অভিযোগ, নিখিল গুপ্তা নামে এক ব্যক্তিকে ভাড়া করেছিলেন বিকাশ যাদব। পান্নুকে খুনের দায়িত্ব দেওয়া হয় তাঁকে। এই মামলায় নিখিল গুপ্তার বিরুদ্ধে প্রথম তদন্ত শুরু করে আমেরিকা।

আরও পড়ুনঃ ‘৭৫ বছর নষ্ট করেছি!’, SCO সামিটের পরই ভারতের প্রতি বন্ধুত্বের বার্তা শরীফের

মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের আদালতে বলা হয়েছিল, বিকাশ যাদব নিখিল গুপ্তাকে ভাড়া করেছিলেন। এরপর নিখিল পান্নুকে হত্যার ষড়যন্ত্র করেন। গত বছরের জুনে ভারত থেকে প্রাগে গিয়েছিলেন নিখিল গুপ্তা। সেখানকার চেক কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করে এবং পরে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেয়। এরপর তাকে একটি আদালতে হাজির করা হয়েছিল যেখানে নিখিল নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। ফলে আসল সত্যিটা ঠিক কী তা জানতে বিকাশ যাদবকে খুঁজে বেরাচ্ছে এফবিআই।

সঙ্গে থাকুন ➥
X