বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত ও নিউজিল্যান্ডের (IND vs NZ 1st Test) মধ্যকার প্রথম টেস্ট ম্যাচে বড় মাইলফলক স্পর্শ করলেন অভিজ্ঞ ব্যাটসম্যান বিরাট কোহলি (Virat Kohli)। টেস্ট ক্রিকেটে ৯ হাজার রানের ক্লাবে যোগ দিয়েছেন তিনি।
সবার ওপরে ‘ ক্রিকেট ঈশ্বর ‘
দ্বিতীয় ইনিংসের ৪২তম ওভারের চতুর্থ বলে এই রেকর্ড নিশ্চিত করেন কোহলি। উইলিয়ামের বলে সিঙ্গেল নিয়ে এই মাইলফলকে পৌঁছে যান তিনি। টেস্ট ক্রিকেটে ভারতের রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। এরপরই রয়েছে রাহুল দ্রাবিড় ও সুনীল গাভাস্কারের নাম। এই তালিকায় চার নম্বরে রয়েছেন কোহলি।
বড় রান করতে পারতেন যশস্বী জয়সওয়াল
নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৪০২ রান করতে সক্ষম হয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ছন্দে ফেরে ভারতীয় দল। যশস্বী জয়সওয়াল ও রোহিত শর্মা ইনিংসের শুরুতেই প্রথম উইকেটে ৭২ রানের জুটি গড়েন। একটু দেখে খেললে জয়সওয়াল আরও বড় রান করতে পারতেন। আউট হলেন ভুল শট খেলে।
রানের চাকা ঘোরান বিরাট-সরফরাজ (Sarfaraz Khan)
একই সময়ে রোহিত শর্মার দুর্ভাগ্যজনকভাবে বোল্ড হন এজাজ প্যাটেলের বলে। রোহিত শর্মা ৬৩ বলে ৫২ রান করেন। এই দুই ব্যাটসম্যান আউট হওয়ার পর বিরাট কোহলি ও সরফরাজ খান দায়িত্ব নিয়ে এগিয়ে যান দলের রান। দু’জনেই দ্রুত রান তুলতে থাকেন স্কোরবোর্ডে। এ সময় দুই ব্যাটসম্যানই হাফ সেঞ্চুরি পূর্ণ করেন।
নট আউট সরফরাজ
তৃতীয় উইকেটে ১৩৬ রানের জুটি গড়েন কোহলি ও সরফরাজ। দিনের শেষ বলে আউট হন কোহলি। ৭০ রানের মূল্যবান ইনিংস খেলেন তিনি। সরফরাজ ৭০ রান করে ক্রিজে নট আউট রয়েছেন। তৃতীয় দিনের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে ২৩১ রান তুলেছে টিম ইন্ডিয়া, নিউজিল্যান্ডের থেকে এখনও ১২৫ রানে পিছিয়ে রয়েছে দল।