রেশন কার্ড নিয়ে আরও কড়াকড়ি, এ মাস থেকেই নিয়ম বদলে দিল পশ্চিমবঙ্গ সরকার

Published on:

mamata banerjee ration card

শ্বেতা মিত্র, কলকাতাঃ বর্তমান সময়ে রেশন বন্টন ব্যবস্থায় দুর্নীতি কাণ্ডকে ঘিরে উত্তপ্ত হয়েছে বাংলা। ইতিমধ্যে এই দুর্নীতি কাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বহু হেভিওয়েট মানুষ জেলবন্দী হয়ে রয়েছেন। এতকিছুর পরেও বাংলার রেশন ব্যবস্থা নিয়ে ভুরি ভুরি অভিযোগ উঠছে। বিশেষ করে রেশন কার্ড নিয়ে এই অভিযোগের শেষ নেই কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে সাধারণ মানুষের। সাম্প্রতিক সময়ে অনেকবারই অভিযোগ উঠেছে তালিকায় নাম না থাকা সত্ত্বেও অনেকেই বিনামূল্যে রেশন তুলে নিয়ে যাচ্ছেন। একজন মানুষের একাধিক রেশন কার্ড থাকছে  বলেও অভিযোগ। অন্যদিকে যারা সত্যিকারের অভাবী তারাই খালি হাতে ফিরছেন। এত কিছু অভিযোগের মাঝেই এবার রেশন কার্ড ইস্যু করা নিয়ে বড়সড় সিদ্ধান্তে পথে হাঁটল রাজ্যের খাদ্য দপ্তর। হ্যাঁ ঠিকই শুনেছেন। আপনার কাছেও কি রেশন কার্ড রয়েছে বা নতুন করে রেশন কার্ড তৈরি করার পরিকল্পনা করছেন তাহলে আপনার জন্য রইল আজকের এই প্রতিবেদনটি।

রেশন কার্ড নিয়ে নতুন নিয়ম | New Rules Over Ration Card

WhatsApp Community Join Now

বর্তমান সময়ে একটি রেশন কার্ড তৈরি করা খুবই সহজ হয়ে পড়েছে। এখন বিভিন্ন রাজ্য থেকে শুরু করে দেশের নানা জায়গায় খুব কম মানুষই আছেন যার কাছে হয়তো রেশন কার্ড নেই। আপনার ফোন থেকে বা কাছে যদি ডেক্সটপ থাকে তাহলে আপনি অনায়াসেই অনলাইনের মাধ্যমে রেশন কার্ডের জন্য আবেদন করতে পারেন। তবে এবার আগামী দিনে যারা অনলাইনে রেশন কার্ডের জন্য আবেদন করবেন ভাবছেন তাদের জন্য একটি নথি থাকা বাধ্যতামূলক করল পশ্চিমবঙ্গ সরকার। আর সেই নথি হলো আধার কার্ড।

আধার কার্ড বাধ্যতামূলক করল পশ্চিমবঙ্গ সরকার

আগামী দিনে আপনিও যদি অনলাইনে মাধ্যমে রেশন কার্ডের জন্য আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনার কাছে আধার কার্ড থাকতে হবে তাহলেই আপনি অনলাইনে আবেদন জানাতে পারবেন। এখন আপনার মনে হচ্ছে প্রশ্ন জাগছে যে হঠাৎ করে পশ্চিমবঙ্গ সরকার এমন সিদ্ধান্ত কেন নিল? রাজ্য সূত্রে খবর, নতুন রেশন কার্ড দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা আনতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। সাম্প্রতিক খাদ্য দফতরের এক পর্যালোচনা বৈঠকে বিষয়টি উত্থাপন করা হয়। এই বৈঠকেই ঠিক করা হয়েছে, এ বার থেকে নতুন কোনও রেশন কার্ডের আবেদন করতে গেলে আধার কার্ডের কপি সঙ্গে রাখতে হবে আবেদনকারীকে।

সঙ্গে থাকুন ➥
X