প্রীতি পোদ্দার, মুম্বইঃ বাবা সিদ্দিকির খুনের দায় বিষ্ণোই গ্যাং (Bishnoi Gang) নেওয়ার পর থেকেই সলমন খানের (Salman Khan) প্রাণের ঝুঁকি আরও বেড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়া পোস্টে বিষ্ণোই গ্যাং এর তরফে দাবি করা হয়েছে, যে বা যারা সলমন ঘনিষ্ঠ, তাদের সকলকেই এর দাম দিতে হবে। এদিকে চলতি বছরেই সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলিবর্ষণ হয়। যদিও এই কার্যকলাপ বিষ্ণোই গ্যাংয়ের তরফেই করা হয়। বলিউডের অন্দরে তৈরি হয়েছে আতঙ্কের পরিস্থিতি। আর এই আবহেই এবার বিগ বস ১৮ সেটে (Bigg Boss 18) নেওয়া হল কড়া পদক্ষেপ।
৬০ জন নিরাপত্তারক্ষীকে নিয়োগ সলমনের জন্য
ইতিমধ্যেই সলমন খানকে ‘ওয়াই’ ক্যাটেগরির নিরাপত্তা দিয়েছে মহারাষ্ট্র সরকার। এনসিপি নেতা বাবা সিদ্দিকি খুন হওয়ার পর থেকেই সলমন খানের নিরাপত্তা বাড়িয়েছে মুম্বই পুলিশ। লাগাতার হুমকি পাচ্ছেন অভিনেতা। এর মাঝেই ‘বিগ বস্ ১৮’-এর শুটিং শুরু করেছেন অভিনেতা। নির্মাতারা বিশেষ ভাবে সচেতন অভিনেতার নিরাপত্তা নিয়ে। সেই কারণে ‘বিগ বস্ ১৮’-এর সেটে চলছে কড়া নজরদারি। শুধুমাত্র সলমনের সুরক্ষার জন্য আনা হয়েছে ৬০ জন নিরাপত্তারক্ষীকে। আধার কার্ড দেখিয়েই মিলছে প্রবেশের অনুমতি। এছাড়াও শুটিং চলাকালীন সেটে কেউ বাইরে থেকে প্রবেশ করতে পারবেন না। কিংবা বাইরে বেরোতে পারবেন না। এতটাই কড়াকড়ি করা হয়েছে গোটা সেট জুড়ে।
হুমকির মাঝেও Big Boss 18-র শুটিং চলতে থাকবে!
তবে নায়কের নিরাপত্তা নিয়ে বিশেষ চিন্তা থাকলেও তাঁর শুটিং বন্ধ হবে না। অভিনেতার নিরপত্তা নিশ্চিত করার জন্য প্রযোজনা ও চ্যানেল আধিকারিকরা বিশেষ নজর রাখছেন তাঁর উপর। গত ১২ অক্টোবর মুম্বইয়ে বাবা সিদ্দিকি খুন হন। সেই সময় ‘সিকন্দর’ ছবির শুটিং করছিলেন ভাইজান। খবর পেয়েই তিনি শুটিং ফ্লোর থেকে সরাসরি হাসপাতালে পৌঁছন। পরের দিন অভিনেতা সিদ্দিকির শেষকৃত্যেও উপস্থিত ছিলেন। শোনা যাচ্ছিল, বন্ধ হয়ে যাবে ছবির শুটিং। কিন্তু, ভাইজান অবশ্য সে সবের পরোয়া না করেই কাজ চালিয়ে যাচ্ছেন।
আরও পড়ুনঃ সলমনের পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন অনিরুদ্ধাচার্য? বিগ বসের সেট থেকে ছবি ভাইরাল
এদিকে গত বৃহস্পতিবার ফের নতুন একটি হুমকি এসেছে সলমনের উদ্দেশে। ‘বাবা সিদ্দিকির থেকেও খারাপ পরিণতি হবে’, এই ভাষাতেই দেওয়া হয়েছে হুমকি। মুম্বই ট্রাফিক পুলিশের কাছে পৌঁছেছে সেই হুমকি মেসেজ। হোয়াটসঅ্যাপ নম্বরে ওই বার্তা পাঠানো হয়েছে। ভয়ে তটস্থ নায়কের গোটা পরিবার।