মাধ্যমিক পাশ হলেই মাসে ৫ হাজার টাকা ভাতা দেবে কেন্দ্র! জানুন আবেদনের সঠিক পদ্ধতি

Published on:

pm internship scheme

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: দেশের মানুষের স্বার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক জনসেবামূলক প্রকল্পের উদঘাটন করেছেন। যা লক্ষ লক্ষ মানুষের উপকার করেছে। এই আবহেই চলতি বছর জুলাই মাসে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেটে প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ যোজনার কথা ঘোষণা করেছিলেন। যেখানে বলা হয়েছিল যে এই স্কিমের লক্ষ্য হবে ভারতের শীর্ষ ৫০০ কোম্পানিতে তরুণদের ইন্টার্নশিপের সুযোগ প্রদান করা। দেশের যুব সমাজ যাতে হাতে-নাতে কাজ শিখে বিভিন্ন সংস্থায় কাজের সুযোগ পান সেই উদ্যোগ নিয়েছিল কেন্দ্র। কিন্তু এখনও অনেকেই এই স্কিমের সম্পর্কে সঠিক ভাবে অবগত নন। তাই আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নিন বিস্তারিত।

WhatsApp Community Join Now

গত ৩ অক্টোবর এই স্কিমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরই ২০২৪ সালের জন্য আবেদন গ্রহণ শুরু হয় গত ১২ অক্টোবর বিকাল ৫ টায়। এবছর ১ লক্ষ ২৫ হাজারের মতো যুবক-যুবতী এক বছরের জন্য ইন্টার্নশিপ করতে পারবেন। আর এই প্রকল্পের অধীনে, যুবকদের প্রতি মাসে ৫,০০০ টাকা ইন্টার্নশিপ ভাতা এবং শুরুতে এককালীন ৬,০০০ টাকা দেওয়া হবে। কোম্পানিগুলি তাদের তহবিল থেকে ট্রেনিং খরচ এবং ইন্টার্নশিপ খরচের ১০ শতাংশ বহন করবে বলে জানিয়েছে।

PM Internship Scheme এর জন্য এগিয়ে এসেছে অসংখ্য কোম্পানি

এছাড়াও কেন্দ্রের এই ইন্টার্নশিপ যোজনার ক্ষেত্রে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এলএন্ডটি, লারসেন অ্যান্ড টুব্রো, জুবিল্যান্ট ফুডওয়ার্কস , মুথুট ফাইন্যান্স এবং আইশার মোটরস, মারুতি সুজুকির মতো অনেক বড় কোম্পানিরা ইন্টার্নশিপ দিচ্ছে। বিশেষ করে এই সুযোগ পাচ্ছেন ফ্রেশাররা, অর্থাৎ যাঁদের এখনও পর্যন্ত কাজের কোনও অভিজ্ঞতা নেই, তাঁরাই হচ্ছেন লাভবান। সূত্রের খবর গতকাল পর্যন্ত ১৯৩টি কোম্পানি ৯০,৮৪৯টি ইন্টার্নশিপ স্লট পোস্ট করেছে। এবং কেন্দ্রের ইন্টার্নশিপ স্কিমের অধীনে, এখনও পর্যন্ত ২০০ কোম্পানি কর্পোরেট বিষয়ক মন্ত্রকের সঙ্গে রেজিস্ট্রেশন করেছে।

PM Internship Scheme 2024- এ আবেদনের শর্ত

  1. প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।
  2. ‘আইটিআই সার্টিফিকেট, পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা বা বিএ, বিএসসি, বি.কম, বিসিএ, বিবিএ বা বি.ফার্মা-এর মতো ডিগ্রি থাকতে হবে।
  3. আবেদন করার সময় প্রার্থীর বয়স ২১ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

ইন্টার্নশিপের জন্য আবেদন করা যাবে ১২ অক্টোবর থেকে ২৫ অক্টোবর, ২০২৪ পর্যন্ত। এরপর ২৭ অক্টোবর থেকে ৭ নভেম্বরের মধ্যে কোন কোন প্রার্থীদের নির্বাচন করা হয়েছে, তা জানানো হবে।
পাশপাশি ৮ নভেম্বর থেকে ১৫ নভেম্বরের মধ্যে নির্বাচিত প্রার্থীদের ইন্টার্নশিপ করার অফার দেওয়া হবে৷ আর তারপর থেকেই ২ ডিসেম্বর শুরু হবে কোর্স। ১২ মাস ধরে চলবে এই ইন্টার্নশিপ।

আবেদনের পদ্ধতি | How To Apply In PM Internship Scheme

প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ যোজনার ক্ষেত্রে আবেদনের জন্য অফিশিয়াল ওয়েবসাইট pminternship.mca.gov.in যেতে হবে। সেখানে হোমপেজ খুললে নীচের দিকে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করতে হবে। সেখানে রেজিস্ট্রেশন করে নিয়ে আবেদন ফর্মে বিস্তারিত তথ্য পূরণ করে নিতে হবে। এরপর প্রয়োজনীয় নথি আপলোড করে ভালোভাবে পর্যবেক্ষণ করে সাবমিট করে দিতে হবে।

সঙ্গে থাকুন ➥
X