উৎসবের মরসুমে ৮০,০০০ ছুঁইছুঁই সোনা! রুপো কত? জানুন কলকাতায় ২৪ ক্যারটের রেট

Published on:

gold silver rate today

শ্বেতা মিত্র, কলকাতাঃ বাজার বিশেষজ্ঞ থেকে শুরু সাধারণ দেশবাসীর যেন আশঙ্কায় সত্যি হলো। এবার ৮০ হাজার ছুঁইছুঁই হয়ে গেল সোনার দাম (Gold Price)। হ্যাঁ ঠিকই শুনেছেন। এমনিতে এখন উৎসবের মরসুম চলছে। সামনে রয়েছে দিওয়ালি থেকে শুরু করে ধনতেরাস, তার উপর রয়েছে বিয়ের মরশুম। এই সময় এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে সোনা ও রুপোর দাম। একপ্রকার সকলের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে। বিশেষ করে যারা মধ্যবিত্ত ঘরের মানুষ তাদের পক্ষে এখন সোনা কেনা তো স্বপ্নের সমান হয়ে দাঁড়িয়েছে। আজ আবার শনিবার অর্থাত সপ্তাহান্ত। এদিনও সোনা ও রুপোর দামে ব্যাপক পরিমাণে বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। আপনিও যদি কলকাতা শহরর বাসিন্দা হয়ে থাকেন এবং আজকে যদি সোনা ও রুপো কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে কিনতে যাওয়ার আগে অবশ্যই জেনে নিন রেট।

কলকাতায় সোনার দাম | Gold Rate Today |

WhatsApp Community Join Now

লাগাতার বেশ কয়েকদিন ধরে সোনা ও রুপোর দাম উর্দ্ধমুখী রয়েছে। আজও কলকাতায় বেশ খানিকটা ঊর্ধ্বমুখী হল সোনার দাম। বাজার বিশেষজ্ঞরা বলছেন, উৎসবের মরসুমে ক্রেতাদের ক্রয় বৃদ্ধির কারণে দেশীয় বাজারে মূল্যবান ধাতুর চাহিদা রেকর্ড স্তরে জোরদার হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কারণে অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগকারীরা হলুদ ধাতুকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে দেখছেন। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক আর শহর কলকাতায় সোনা ও রুপোর দাম কত।

২২ ক্যারট সোনার দাম

গতকাল ২২ ক্যারটে ১০ গ্রাম সোনার দাম যেখানে ছিল ৭২, ৪০০ টাকা। আজ সেই দাম ৪০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৭২, ৮০০ টাকায়।

২৪ ক্যারট সোনার দাম

এবার আসা যাক ২৪ ক্যারটে দাম প্রসঙ্গে। গতকাল ২৪ ক্যারটে ১০ গ্রাম সোনার দাম ছিল ৭৮, ৯৮০ টাকা। আজ সেই দাম ৪৪০ টাকা অবধি বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ৭৯,৪২০ টাকায়।

রুপোর দাম | Silver Rate Today |

এবার জেনে নিন আজ শহরে রুপোর দাম কত। শহরে আজ রুপোর দামও বেড়েছে। আজ কলকাতা শহরে ১০০ গ্রাম রুপোর দাম ৯৯৫০ টাকা। এছাড়া এক কেজি রুপোর দাম ৯৯,৫০০ টাকা।

সঙ্গে থাকুন ➥
X