দুধ বেচে প্রতিমাসে আয় ৫ লাখ টাকা, এই মোষের দামে কেনা যাবে ১২ কোটির ২টি রোলস রয়েস

Published on:

anmol the buffalo

প্রীতি পোদ্দার: দেশ যত উন্নত হচ্ছে কৃষিজ ব্যবস্থা এবং শিল্প আরও উন্নত হচ্ছে। ঠিক তেমনি পাল্লা দিয়ে দেশে পশুপালন ব্যবস্থা উন্নত হচ্ছে। তাইতো অনেকেই আজকাল বাড়িতে গরু এবং মোষের পালন শুরু করেছে। তবে গরুর চেয়ে সবচেয়ে বেশি পালন করা হচ্ছে মোষকে। দুধ দেওয়ার ক্ষমতা বেশি তাই মোষের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। শুধু তাই নয় মোষ পালন শুরু করার জন্য কৃষকদের সরকারের তরফ থেকে সাবসিডিও দেওয়া হচ্ছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এদিকে দেশে কিছু এমন মোষ রয়েছে, যেগুলো নিজেদের দুধ উৎপাদন ক্ষমতার কারণে বেশ জনপ্রিয়। হরিয়ানায় এমন বেশ তাগড়াই মোষ এর হদিশ পাওয়া গিয়েছে। আর সেই মোষ গুলির মধ্যে অন্যতম হল ‘আনমোল’। তার দাম শুনলে আপনি বিষম খাবেনই খাবেন। কারণ এটি ১০টি মার্সিডিজ কিংবা ২টি রোলস রয়েসের দামের সমান। আমাদের আজকের এই প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নিন বিস্তারিত।

কোটির বেশি দাম এই মোষের!

সূত্রের খবর, হরিয়ানার সিরসার মেরঠে একটি কৃষি মেলা চলে সর্দার বল্লভভাই প্যাটেল বিশ্ববিদ্যালয়ে। আর ওই মেলার মূল আকর্ষণ হয়ে ওঠে ‘আনমোল’ নামের এই মোষটি। এটি নয়ডার মতো জায়গাতে কেনা যাবে ২০টি বাড়ি বিক্রি করলে যে দাম উঠে আসবে তার সমানে। সেই কারণেই ওই মোষটিকে দেখতে বিভিন্ন জায়গা থেকে মানুষজন উপচে পড়ে দেখতে আসে। মোষটির দাম রাখা হয়েছে ২৩ কোটি টাকা। আর এই টাকায় কেনা যাবে বিখ্যাত কয়েকটি দামী গাড়ি। দেড় কোটি টাকার ১৫টি মার্সিডিজ বেঞ্জ। ১২ কোটি টাকার দুটি রোলস রয়েস।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

৬০ হাজার টাকা খরচ করতে হয় প্রতি মাসে

মোষটির মালিক জগৎ সিং জানিয়েছেন, প্রতি মাসে ৪-৫ লাখ টাকার বীর্য বিক্রি হয় ওই মোষটির। আসলে এই মোষগুলি মুরা প্রজাতির হয়ে থাকে, তাই এই মোষটির বীর্যের দাম অত্যন্ত বেশি। প্রতি মাসে ওই মোষটির জন্য খরচ হয় ৬০ হাজার টাকা। আর আয় ৪-৫ লাখ টাকা। এই মোষের খাওয়া দাওয়ার খরচ শুনলে তো মাথায় হাত পড়বে সকলের। আনমোল প্রতিদিন রোজ ৫ কেজি দুধ, ৪ কোজি জুস, ৩০টি কলা, ২০টি ডিম, আড়াইশো গ্রাম আমন্ড সহ আরও নানা খাবার খায় সে। শুধু তাই নয় রোজ দুবেলা আনমোলকে স্নান করাতে হয়। পাশাপাসি সর্ষের তেল ও আমন্ড তেল দিয়ে ম্যাসাজ করা হয় আনমোলকে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group