IPL দেখানোর অধিকার হারাল মুকেশ আম্বানির Jio Cinema! দুঃসংবাদ ক্রিকেটপ্রেমীদের জন্য

Published on:

ipl live streaming  jio cinema hotstar

প্রীতম সাঁতরা, কলকাতাঃ IPL 2025 শুরু হতে না হতেই একের পর এক চমক। দল গঠন, নিলাম ইত্যাদি নিয়ে আপডেট আগেই এসেছে এবং আসছে। এর বাইরে আইএপিল ২০২৫ সংক্রান্ত একটি খবর শোরগোল ফেলে দিয়েছে। সামনের মরশুমের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জিও সিনেমায় (Jio Cinema) দেখা যাবে না।

কেন IPL দেখাতে পারবে না Jio Cinema?

WhatsApp Community Join Now

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসন্ন সংস্করণ দেখা যাবে না জিও সিনেমায়। বদলে দেখা যেতে পারে ডিজনি+ হটস্টারে (Disney+ Hotstar)। এর আগের মরশুমে অনলাইনে আইপিএল সম্প্রসারণ করার অধিকার Jio-র কাছে ছিল। এবার পরিস্থিতি আলাদা।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং ডিজনি মার্জ

আসলে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) এবং ডিজনি মার্জ হয়ে গেছে। মানে দুটো সংস্থা একে অন্যের সঙ্গে হাত মিলিয়েছে। কয়েক কোটি টাকার বিনিময়ে দুই সংস্থার মধ্যে চলতি বছরেই এ ব্যাপারে সব আলোচনা চূড়ান্ত হয়েছিল। তার পর আগষ্ট মাসে এই মেলবন্ধনে দেওয়া হয় সিলমোহর। পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে মোটামুটি সামনের বছরের জানুয়ারি মাসে পর্যন্ত সময় লাগতে পারে।

তাহলে অনলাইনে কোথায় খেলা দেখা যাবে? IPL Live Streaming

এখন প্রশ্ন হচ্ছে জিও সিনেমা যদি আইপিএল না দেখায়, তাহলে অনলাইনে কোথায় খেলা দেখা যাবে? দুই সংস্থা এক হওয়ার পর পুরোনো কোনও নাম ব্যবহার করার হবে নাকি নতুন নাম নিয়ে কোনও প্ল্যাটফর্ম খোলা হবে সেটা এখনও চূড়ান্ত হয়নি। তবে আশা করা হচ্ছে আইপিএল ২০২৫ ডিজনি + হটস্টার অনলাইন সম্প্রচার করতে পারে। কারণ ডিজনির কাছে রয়েছে উন্নত প্রযুক্তি। এক সঙ্গে অনেক দর্শক খেলা দেখলেও তারা প্রযুক্তিগত দিক দ্রুত সামাল দিতে পারে। ক্রিকেট বিশ্বকাপের সময় হটস্টারে রেকর্ড সংখ্যক দর্শক খেলা দেখেছিলেন।

সঙ্গে থাকুন ➥