শ্বেতা মিত্র, নয়া দিল্লিঃ রবিবাসরীয় সকালে রাজধানী দিল্লিতে (Delhi) বড়সড় দুর্ঘটনা ঘটে গেল। ভয়াবহ বিস্ফোরণে (Delhi Blast) কেঁপে উঠলো দিল্লির বিখ্যাত এক স্কুল চত্বর। আজ রবিবার দিল্লির রোহিনীর প্রশান্ত বিহার এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। CRPF স্কুলের দেওয়ালে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে বিস্ফোরণের পর ধোঁয়ায় ঢেকে গিয়েছে সমগ্র জায়গা। বিস্ফোরণে জেরে একাধিক ঘরবাড়ি থেকে শুরু করে বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।
দিল্লিতে বড় বিস্ফোরণ – Delhi Blast
দিল্লি পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই বিশেষজ্ঞদের ডাকা হয়েছে। তারাই বলতে পারবেন বিস্ফোরণে কী ব্যবহার করা হয়েছে। অর্থাৎ, তদন্তের পরই বোঝা যাবে পুরো বিষয়টি কী। শেষ পাওয়া খবর অনুযায়ী, প্রশান্ত বিহার এলাকায় বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। ঘটনাস্থলে পৌঁছতেই ঘটনার তদন্ত শুরু করে দিল্লি পুলিশ। স্থানীয় ডিসিপি অমিত গোয়েল এই ঘটনার কথা জানিয়েছেন। এই বিস্ফোরণ জঙ্গি হামলা কি না, তা এখনও অবধি স্পষ্ট নয়।
🇮🇳🚨 BREAKING: BLAST IN ROHINI!
A loud blast near the CRPF School in Prashant Vihar, Rohini, Delhi, early this morning left local residents terrified and caused damage to nearby shops.
Police and FSL teams are investigating the scene, but no casualties have been reported. pic.twitter.com/bmkQuLsWcS
— Beats in Brief (@beatsinbrief) October 20, 2024
প্রত্যেক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পরপরই ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। কেউ কেউ এই ঘটনার ভিডিও অবধি বানিয়েছেন, যা সামাজিক মাধ্যমে তীব্র গতিতে ভাইরাল হচ্ছে। এদিকে স্বাভাবিকভাবেই বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় লোকজন। তবে কী ধরনের বিস্ফোরণ এবং এর উৎস কী, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক বয়ানে পুলিশ জানিয়েছে, “এখনই কিছু বলা সম্ভব নয়। বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেই পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব হবে।”