শিলিগুড়িঃ কলকাতা বা দক্ষিণবঙ্গ থেকে সরাসরি দার্জিলিং যাওয়ার উপায় হল রেলপথে NJP স্টেশন, তারপর সেখান থেকে গাড়ি বা বাসে করে পাহাড়ের রানিতে পৌঁছান। অনেকসময়, বিশেষ করে বর্ষার সময় মাঝে মধ্যেই পাহাড়ে ধস নামে, যার কারণে জাতীয় সড়ক বন্ধ হয়ে যায় আর দার্জিলিং থেকে নামা বা ওঠার কোনও উপায় থাকে না। আর এবার সেই সমস্যা থাকবে না। রাস্তা বন্ধ থাকলেও, আকাশপথে নির্ঝঞ্ঝাটে পৌঁছে যেতে পারবেন পাহাড়ে। এমনই ব্যবস্থা করছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (GTA)। শুধু কথা নয়, GTA এই প্রোজেক্ট নিয়ে রীতিমত ডিপিআরও তৈরি করে ফেলেছে।
হেলিকপ্টারে দার্জিলিং
আসলে রাজ্য সরকার ও GTA এবার হেলিকপ্টার করে সরাসরি দার্জিলিং পৌঁছে যাওয়ার ব্যবস্থা করছে। শোনা যাচ্ছে যে, ইতিমধ্যে হেলিপ্যাড তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে। দার্জিলিংয়ের দুতেরিয়ায় ও কালিম্পংয়ের ডেলোতে নয়া হেলিপ্যাড তৈরির কাজ চলছে। ওদিকে মিরিকে আবার পুরনো হেলিপ্যাডটিকে সংস্কার করে চালু করার ব্যবস্থা করা হচ্ছে।
NJP, সিকিম থেকে হেলিকপ্টারে দার্জিলিং
দার্জিলিংয়ে হেলিপ্যাড তৈরি হওয়ার পর শুধু NJP থেকে দার্জিলিংই নয়, সিকিম থেকেও সহজে আকাশপথে দার্জিলিংয়ে আসা যাবে। উল্লেখ্য, পর্যটন আরও বাড়াতে সিকিম সরকারও হেলিকপ্টার পরিষেবার দিকে নজর দিয়েছে। ইতিমধ্যে সিকিমে হেলি পরিষেবা শুরুও হয়ে গিয়েছে। শুধু পর্যটনের ক্ষেত্রেই নয়, হেলিকপ্টার পরিষেবা জরুরি পরিস্থিতিতে উদ্ধার চালানোর জন্যও ব্যবহার করা যাবে।
দার্জিলিং যত কত হবে হেলিকপ্টার ভাড়া? | Darjeeling Helicopter Fare ?
এখন সবথেকে বড় প্রশ্ন হল, দার্জিলিং ও মিরিকে হেলিকপ্টার পরিষেবা চালু হলে মাথাপিছু কত করে পড়বে? উল্লেখ্য, বাগডোগরা বিমানবন্দর থেকে এই হেলিকপ্টার পরিষেবা মিলবে। সম্প্রতি বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণের কাজ হচ্ছে। কাজ সম্পন্ন হলেই দমদম বিমানবন্দরের পর বাগডোগরা রাজ্যের দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের তকমা পাবে। তবে হেলিকপ্টারের জন্য মাথাপিছু কত করে খরচ হবে তা জানা না গেলেও, সফর যে সাধ্যের মধ্যে হবে, তা ইঙ্গিত মিলেছে।