প্রীতি পোদ্দার, কলকাতা: গত মে মাসে সাগরে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় রেমাল। আছড়ে পড়ার সময় তার গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০ কিমি। সেই সময় লন্ডভন্ড করে দিয়েছিল দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন ও বাংলাদেশ এলাকা। এবং রেমালের প্রভাবে কলকাতা ও শহরতলি এলাকায় অতিভারী বর্ষণ হয়েছিল। আর এই আবহেই এবার দুর্গাপুজোর রেশ কাটতেই জন্ম নিতে চলেছে আরও এক ভয়াবহ ঘূর্ণিঝড় ‘ডানা’- র। তাই সকলের মনে অশনি সংকেত বাড়ছে যে সামনেই কালীপুজো তার আগেই কি আবার বানভাসি অবস্থা হবে বঙ্গে!
ভারী বৃষ্টির সতর্কতা উপকূলবর্তী জেলাগুলিতে!
এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের সিস্টেমের ওপর সর্বক্ষণ নজর রাখছে আলিপুর আবহাওয়া দফতর। আশঙ্কা করা হচ্ছে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকেই আবহাওয়ার বদল চোখে পড়তে পারে। বিশেষ করে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে আবহাওয়ায় বিরাট বদল সম্ভবত কাল থেকেই। দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগণায় আগামী বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে শহর কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম জেলায় আগামী বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।
ঘণ্টায় ১১০ কিমি পর্যন্ত বইবে ঝোড়ো হাওয়া | Cyclone Dana Live Update
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আগামী ২৩ অক্টোবর, বুধবার সকাল থেকে পশ্চিমবঙ্গের উপকূলে শুরু হবে দমকা ঝোড়ো হাওয়ার দাপট। তার সঙ্গে শুরু হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এরপর ধীরে ধীরে বুধবার বিকেল থেকে ঘূর্ণিঝড়ের আসল দাপট দেখা দেবে। আশঙ্কা করা হচ্ছে বুধবার গভীর রাতে সম্ভবত সুন্দরবন দিয়ে ভূভাগে প্রবেশ করবে এই ঝড়। ওই সময় বাতাসের সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ৮০ – ৮৫ কিমি। যা পরে ঘণ্টায় ১১০ কিমি পর্যন্ত হতে পারে। বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলাগুলিতে এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ প্রভাব পড়তে পারে। তবে আশা করা যাচ্ছে আগামী ২৫ অক্টোবর শুক্রবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হতে পারে।
সাইক্লোন ডানার আপডেট
সমুদ্রে জলোচ্ছাসের আশঙ্কায় ইতিমধ্যে মৎস্যজীবীদের সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই উত্তাল সমুদ্র। তবে কয়েকটি পূর্বাভাস অনুসারে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের একাংশে ঝড়ের আংশিক প্রভাব পড়তে পারে। ত্রাণ মজুতের নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ওড়িশায় ২৩ অক্টোবর থেকে ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং উপকূলীয় অঞ্চলগুলিতে ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় 120 কিমি পর্যন্ত৷ অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে মোটের ওপর আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই।