রেগে লাল অস্কার, মাথা গরম করলেন ক্রেসপো! গরমাগরম লাল-হলুদ শিবির

Published on:

east bengal fc

কোনো কিছুই যেন ঠিক হচ্ছে না। দল ভালো গঠন করেও ফলাফল শূন্য। আইএসএল (ISL) পয়েন্ট তালিকার সবার শেষে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC), একটিও ম্যাচ এখনও জিততে পারেনি দল। এরই মধ্যে অনুশীলনে মাথা গরম করলেন ইস্টবেঙ্গল এফসির বিদেশি ফুটবলার সাউল ক্রেসপো (Saul Crespo)।

ফুটবলাররা মানসিক চাপে

WhatsApp Community Join Now

সবে ইস্টবেঙ্গল এফসির দায়িত্বে নিয়েছেন নতুন হেড কোচ অস্কার ব্রুজন। মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে হওয়া বড় ম্যাচে সাইড লাইনের ধারে ছিলেন, কিন্তু হাতে সময় পেয়েছিলেন খুবই সামান্য। ইস্টবেঙ্গলের পরের ম্যাচ ওড়িশা এফসি বিরুদ্ধে। তার আগে দিন দুই অনুশীলন করানোর সুযোগ পেয়েছেন অস্কার। অনুশীলন করাতে গিয়ে অভিজ্ঞ স্প্যানিশ কোচ নিশ্চই টের পেয়েছেন ফুটবলাররা মানসিক চাপের মধ্যে রয়েছে।

‘ফুটবলাররা মানসিকভাবে ফিট নন’

ডার্বি হেরে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার বলেছিলেন, তাঁর দলের ফুটবলাররা মানসিকভাবে ফিট নন। কথাটা ভুল বলেননি। চলতি ইন্ডিয়ান সুপার লিগে টানা পাঁচ ম্যাচে পরাজয়, এখনো পর্যন্ত কোনো পয়েন্ট আসেনি, চাপ যে বাড়ছে সেটা বলার অপেক্ষা রাখে না।

হেড স্যারকেও একটু কড়া হতে হয়েছিল

অনুশীলনের সময়েও চাপ কাজ করছে। প্র্যাকটিস করতে গিয়ে আচমকা মাথা গরম করে ফেলেছিলেন সাউল। উত্তেজিত ছাত্রকে শান্ত করার জন্য হেড স্যারকেও একটু কড়া হতে হয়েছিল। দলকে জয়ের সরণিতে নিয়ে আসতে হলে অস্কারকে অন্তত দুটো কাজ করতেই হবে। প্রথমত, ফুটবলারদের মানসিকভাবে চাঙ্গা করা। তারপর, খেলায় কোথায় কী ভুলচুক হচ্ছে সেগুলো একে একে শুধরে দেওয়া। বলা বাহুল্য দুটো কাজই কঠিন।

‘কঠিন, কম সময়ে ফলাফল দিতে হবে’

ওড়িশা ম্যাচ খেলতে যাওয়ার আগে লাল হলুদ কোচ বলে দিলেন, “কোচের পরিবর্তন হলে দলে খেলারও পরিবর্তন হয়। আমাদের কাছে কাজটা আরও কঠিন, কম সময়ে ফলাফল দিতে হবে। দিন যত এগোবে ততই সময় কমতে থাকবে। আমাদের সঙ্গে ছয় বা সাত নম্বরে থাকা দলের পার্থক্য খুব বেশি হয়নি। তারও ছয় পয়েন্টের মধ্যেই আছে। তাই দুটি ম্যাচে জয় পেলেই আমাদের পরিস্থিতি অনেকটা বদলে যাবে।”

সঙ্গে থাকুন ➥