অ্যাকাউন্টে ঢুকবে ৩ মাসের টাকা, দীপাবলির আগেই DA বৃদ্ধির অর্ডার জারি সরকারের

Published on:

money dearness allowance da government employee

শ্বেতা মিত্র, নয়া দিল্লিঃ দীপাবলির আগে এসে গেল সেই চরম সুখবর যেটার জন্য অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করছিলেন লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীরা। দীপাবলির মুখে এক ধাক্কায় ৩ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। এতদিন সপ্তম বেতন পে কমিশনের আওতায় লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী ৫০ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা পেতেন। তবে এবার থেকে সকলে ৫৩ শতাংশ হারে ডিএ পাবেন। সেইসঙ্গে আরও অন্যান্য ভাতা তো আছেই। তবে এবার কেন্দ্রের অর্থমন্ত্রক থেকে এমন একটি অর্ডার পেশ করা হয়েছে যা দেখে ও সম্পর্কে শুনে সরকারি কর্মীরা খুশিতে লাফাতে শুরু করেছেন। আপনিও কি জানতে চান যে অর্থ মন্ত্রকের তরফে কী এমন অর্ডার পেশ করা হয়েছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির উপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

অর্ডার জারি কেন্দ্রের

এমনিতে দীপাবলি কয়েকদিন বাকি থাকতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা থেকে শুরু করে চান এক ঢাকায় বেশ খানিকটা বৃদ্ধি করেছে কেন্দ্র। এর জেরে উপকৃত হবেন লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এদিকে এই ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বাড়তি ৯,৪৪৮ কোটি টাকা খরচ করা হবে বলে খবর। এসবের মাঝেই গত ২১ অক্টোবর অর্থ মন্ত্রকের ‘ডিপার্টেন্ট অফ এক্সপেন্ডিচার’ ডিএ বৃদ্ধি সংক্রান্ত অফিস মেমো জারি করেছে।

আর সেই মেমোতে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে সপ্তম বেতন কমিশনের আওতায় থাকা কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ কত শতাংশ বাড়ছে। কবে থেকে সেই ডিএ কার্যকর হবে কিংবা বাড়তি কত টাকা সরকারি কর্মীদের ব্যাঙ্কে ঢুকবে সে বিষয়ে বিশদে জানানো হয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

১ জুলাই থেকে কার্যকর হবে DA

মেমোতে বলা হয়েছে গত এক জুলাই থেকে DA কার্যকর হবে। অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই তিন মাসের টাকা একসঙ্গে সরকারি কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে বলে জানানো হয়েছে। বেতনের সঙ্গেই ঢুকবে এই টাকা। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কে কত টাকা পাবেন? ধরুন কোনও কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বেসিক স্যালারি হল ১৮,০০০ টাকা। এতদিন মহার্ঘ ভাতার হার ৫০ শতাংশ থাকায় তাঁদের মাসে ডিএ বাবদ ৯,০০০ টাকা পেতেন। এবার ডিএ বেড়ে ৫৩ শতাংশ হয়ে যাওয়ায় তাঁরা মাসে ডিএ বাবদ ৯,৫৪০ টাকা পাবেন। অর্থাৎ ৫৪০ টাকা বেশি ঢুকবে। এছাড়া হিসেব বলছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেসিক স্যালারি ৫৩,১০০ টাকা (পে লেভেল ৯), তাঁরা প্রতি মাসে মহার্ঘ ভাতা বাবদ ২৮,১৪৩ টাকা পাবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group