প্রীতি পোদ্দার, কলকাতা: কালীপুজোর পরেই রাজ্যে ভোটের দামামা বাজতে চলেছে। আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬টি কেন্দ্রে উপনির্বাচন হবে বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। পাশাপাশি গত রবিবার দুপুরেও প্রার্থী তালিকা ঘোষণা করেছিল রাজ্যের শাসক শিবির। ভোট যত কাছে এগিয়ে আসছে ততই যেন রাজ্য রাজনীতিতে বহু পরিবর্তন দেখা দিচ্ছে। আর সেই পরিবর্তনের মাঝেই ভেসে আসছে নয়া খবর। জানা যাচ্ছে এবার নাকি ভোটের লড়াইয়ে একজোট হবে তৃণমূল এবং কংগ্রেস।
তৃণমূল এবং কংগ্রেসের একসঙ্গে বৈঠক
বিশেষ সূত্র মাধ্যম জানা গিয়েছে গতকাল অর্থাৎ সোমবার, সন্ধ্যায় তৃণমূল এর ঘনিষ্ঠ মেট্রো কর্মী ইউনিয়নের সভাপতি মদন মিত্র বৈঠক করেন মেট্রো রেলওয়ে ওয়ার্কর্স কংগ্রেসের সাধারণ সম্পাদক তাপস মুখোপাধ্যায়ের সঙ্গে। আর সেই বৈঠকেই নাকি মদন মিত্র, তাপসকে জোটের প্রস্তাব দেন। আর তাতে নাকি বেশ আগ্রহীও হয়েছেন তিনি। যদিও এই বিষয়ে প্রকাশ্যে কেউ কিছু বলেনি বলেই জানানো হয় রিপোর্টে।
ইচ্ছে করেই বামেদের সঙ্গে হাত মেলালো না কংগ্রেস!
এর আগে ২০১১ সালে সিপিএম-কে বাদ দিয়ে পালা বদলের সময় কংগ্রেস এবং তৃণমূল জোট বেঁধে লড়েছিল। কিন্তু সেই জোটে চিড় ধরে। তবে এইমুহুর্তে যেহেতু অধীর নেই তাই কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে শাসকদলের একেবারেই সমস্যা নেই। এর আগে লোকসভা ভোটের সময়ও তৃণমূল সুপ্রিমো থেকে শুরু করে শীর্ষ নেতারা স্পষ্ট করে দিয়েছিলেন, কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে তাদের কোনও বিরোধ নেই। তবে তৎকালীন বঙ্গ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীতে সমস্যা আছে তাঁদের। যদিও অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, বামেদের সঙ্গে কংগ্রেস জোট ভাঙতেই এই ‘কৌশল’ অবলম্বন করেছিল কংগ্রেস। আর এরই মধ্যে প্রকাশ্যে এল কংগ্রেস শ্রমিক নেতার সঙ্গে মদন মিত্রের বৈঠকের খবর।
আরও পড়ুনঃ পর্ষদের বিরুদ্ধে চরম পদক্ষেপ, হাইকোর্টে গেলেন কয়েকশ শিক্ষক! তুঙ্গে শোরগোল
প্রসঙ্গত, গতকাল অর্থাৎ সোমবার বিজেপি এবং তৃণমূলের পর রাজ্যের ছয়টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট৷ এর আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল যে কংগ্রেস অথবা ISF-এর সঙ্গে যে জোট বাঁধছে না বাম। আর জোট না বাঁধার ফলে এই উপনির্বাচন বেশ কঠিন হতে পড়েছে লালের কাছে। কারণ যে ছটি আসনে উপনির্বাচন রয়েছে, তার মধ্যে মাদারিহাট বাদে বাকি সব আসনগুলিই তৃণমূলের দখলে ছিল৷ তবে দেখার বিষয় হল এই যে আরজি কর আন্দোলনে সক্রিয় ভাবে মাঠে নামার সুপ্রভাব আসন্ন উপনির্বাচনে দেখা যাবে কিনা।