শ্বেতা মিত্র, কলকাতাঃ আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তারপরেই শেষ হতে চলেছে অক্টোবর মাস। আর অক্টোবর মাস শেষ হলেই আসতে চলেছে দীর্ঘ প্রতীক্ষিত নভেম্বর মাস। এরপরই শুরু হয়ে যাবে বছর শেষের কাউন্টডাউন। তবে নতুন মাস মানেই হল নানারকম নিয়ম, সেই সঙ্গে একের পর এক ছুটি। এবারও তার ব্যতিক্রম ঘটবে না। আপনারা যদি কোন ব্যাঙ্কের কাজ বাকি থেকে থাকে তাহলে অক্টোবর মাসের দিকে সেটি সেরে ফেলুন কারণ নভেম্বর মাসের শুরুর দিকেই এক ধাক্কায় বেশ খানিকটা ছুটি থাকবে বলে জানানো হয়েছে। জানা যাচ্ছে, টানা নয় দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে নভেম্বর মাসে। আপনিও কি জানতে ইচ্ছুক যে কোন কোন দিনে ব্যাঙ্ক বন্ধ থাকবে? জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।
নভেম্বরে টানা ব্যাঙ্ক বন্ধ | Bank Holidays In November |
- ১ নভেম্বর, ২০২৪ শুক্রবার দীপাবলি উপলক্ষে ব্যাঙ্কগুলির ছুটি থাকবে।
- ২ নভেম্বর, ২০২৪, শনিবার, দীপাবলির জন্য ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।
- ৩ নভেম্বর, ২০২৪, রবিবার, ভাইফোঁটা/ভাইদুজের জন্য ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।
- ৯ নভেম্বর, ২০২৪, দ্বিতীয় শনিবার উপলক্ষে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ১০ নভেম্বর ২০২৪ রবিবার ব্যাঙ্কগুলির সাপ্তাহিক ছুটি থাকবে।
- ১৫ নভেম্বর, ২০২৪, শুক্রবার গুরু নানক জয়ন্তী উপলক্ষে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।
- ১৭ নভেম্বর ২০২৪ রবিবার ব্যাঙ্কগুলিতে সাপ্তাহিক ছুটি থাকবে।
- ২৩ নভেম্বর, ২০২৪, চতুর্থ শনিবার হওয়ায় ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।
- ২৪ নভেম্বর, ২০২৪ রবিবার ব্যাঙ্কগুলিতে সাপ্তাহিক ছুটি থাকবে।
ছট পুজোতেও ব্যাঙ্ক বন্ধ থাকবে?
জানা গিয়েছে, ছট পুজো উপলক্ষেও বেশ কিছু জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। ছট উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকলেও সব রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে না। ৭ নভেম্বর উত্তরপ্রদেশ, সিকিম, কর্ণাটক, উত্তরাখণ্ড, গুজরাট, মহারাষ্ট্র এবং রাজস্থানে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৮ নভেম্বর ২০২৪-এ পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং বিহারে ব্যাঙ্কের ছুটি থাকবে।