বৃষ্টির কারণে ভেস্তে যাবে দ্বিতীয় টেস্ট ম্যাচ? জানুন আবহাওয়ার মতিগতি

Published on:

india vs new zealand 2nd test match

প্রীতম সাঁতরা, কলকাতাঃ আগামীকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) থেকে শুরু হতে চলেছে ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। বেঙ্গালুরুর পর এবার মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে মুখোমুখি হবে দুই দল। প্রথম টেস্ট ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। সিরিজ জিততে হলে ভারতকে দ্বিতীয় টেস্ট জিততেই হবে।

WhatsApp Community Join Now

বেঙ্গালুরু টেস্ট ম্যাচের পাঁচ দিনই ছিল বৃষ্টির ভ্রূকুটি। বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল প্রথম দিনের খেলা। পাঁচ দিনের বদলে ম্যাচ হয়েছিল চার দিন। খারাপ আবহাওয়ার কারণে চতুর্থ দিনের খেলা সময়ের আগে সমাপ্ত করা হয়েছিল। মুখ ভার ছিল আকাশের। আবহাওয়ার প্রভাব পড়েছিল খেলায়। দ্বিতীয় ম্যাচেও কি বৃষ্টির সম্ভবনা রয়েছে?

পুণের আবহাওয়া

Weather.com ওয়েবসাইট অনুযায়ী, ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বললেই চলে। আগামীকাল সকালে আকাশে আংশিক মেঘ থাকার সম্ভাবনা রয়েছে। বেলা বাড়ার সঙ্গে মেঘ সরে গিয়ে থাকতে পারে ঝলমলে আবহাওয়া। ম্যাচের পাঁচ দিনই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে।

ফলত আবহাওয়ার কারণে ম্যাচ ভেস্তে যাওয়ার কিংবা দেরিতে খেলা শুরু হওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় এই বললেই চলে। প্রথম দিনের মতো ম্যাচের বাকি দিনগুলোতেও আকাশ অধিকাংশ সময় পরিষ্কার থাকবে বলে মনে করা হচ্ছে। মাঝেমধ্যে মেঘের দেখা মিললেও বৃষ্টির সম্ভাবনা নেই। দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস।

পুণের পিচ

পুণের উইকেট স্পিন সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। রোদ চড়া থাকলে দ্রুত শুষ্ক হবে মাটি। ফলত দিন যতো এগোবে পিচ তত মন্থর ও স্পিন সহায়ক হয়ে উঠতে পারে। প্রথম টেস্ট ম্যাচে নিউজিল্যান্ডের পেসারদের বিরুদ্ধে কঠিন পরীক্ষার মুখে পড়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে জোরে বোলররা পাল্টা পরীক্ষার মুখে পড়তে পারেন।

সঙ্গে থাকুন ➥
X