মানবিক সৌরভ, ২০০ দরিদ্র শিশুর পড়াশোনার দায়িত্ব নিলেন মহারাজ, বৃদ্ধদের জন্যও বিরাট উদ্যোগ

Published on:

sourav ganguly

প্রীতি পোদ্দার, কলকাতা: সম্প্রতি আরজি কর ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছু বেফাঁস মন্তব্য করে বসেছিলেন সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। এমনকি বেফাঁস মন্তব্য করতে বাদ যাননি তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলিও। যার জেরে অনেক ট্রোল হতে হয়েছিল। পরে অবশ্য তিলোত্তমার বিচারের দাবিতে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন। কিন্তু বিতর্কিত মন্তব্য করায় সেই মিছিলও তাঁদের নানা কটাক্ষের মুখে পড়তে হয়। তবে সেসব ভুলে কিছু দিন আগে প্রকৃত মানবতার উদযাপনে মেতেছিলেন সৌরভ গাঙ্গুলি। পাশে দাঁড়িয়েছিলেন ২০০ জন অনাথ শিশুর। তবে এটুকুতেই থামতে চান না তিনি। তাই ফের আরও একবার মানবকল্যাণে পদক্ষেপ গ্রহণ করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং বাংলার গৌরব সৌরভ গাঙ্গুলি।

খুদেদেরকে দেওয়া হল গুরুত্বপূর্ণ শিক্ষা সরঞ্জাম

WhatsApp Community Join Now

আসলে সমাজে এমন অসংখ্য শিশু রয়েছে যারা অর্থের অভাবে না খেয়েই তাদের দিন কাটাতে হয়। পড়াশোনার বয়সে তাদের কাঁধে চাপিয়ে দেওয়া হয় সংসারের বোঝা। আর তাই তাদের কথা মাথায় রেখেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সৌরভ। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর লোকাল থানার অন্তর্গত খাটরাঙ্গা গ্রামে অভাবের সঙ্গে গ্রামের খুদেরা লড়াই করেই সফল মানুষ হওয়ার জন্য। তাইতো তাদের পড়াশোনায় যাতে কোনও বিঘ্ন না ঘটে, তা নিশ্চিত করতে এগিয়ে এলেন বাংলার দাদা। সৌরভ গঙ্গোপাধ্যায় এর ফাউন্ডেশনের তরফ থেকে গ্রামের খুদে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হল শিক্ষা সরঞ্জাম।

বয়স্কদের পাশেও দাঁড়ালেন সৌরভ!

পেন, পেনসিল, পেনসিল বক্স, এগজামিনেশন বোর্ড, রং পেনসিল, ইরেজারের মতো শিক্ষা সরঞ্জাম তুলে দেওয়া হল দরিদ্র শিশুদের হাতে। যা হাতে পেয়ে অত্যন্ত খুশি হয়ে গেল তারা। তবে শুধু শিশুদের পড়াশোনার দায়িত্ব নয় গ্রামের বৃদ্ধ বৃদ্ধাদেরও পাশে দাঁড়ালেন সৌরভ গঙ্গোপাধ্যায় এর ফাউন্ডেশন। যেহেতু সামনেই শীত তাই তাঁদের জন্য বিতরণ করা হল কম্বল। এদিন সৌরভ গঙ্গোপাধ্যায় ফাউন্ডেশনের তরফে শান্তনু ভট্টাচার্য গিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের ওই গ্রামে। বরাবরই ক্যামেরার আড়ালে থেকেই মানুষের জন্য কাজ করতে চেয়েছিলেন সৌরভ। তাই এবারেও ক্যামেরার সামনে আসলেন না তিনি।

সঙ্গে থাকুন ➥
X