শ্বেতা মিত্রঃ দীর্ঘদিন ধরে অফিসগুলিতে মেয়েদের ঋতুকালীন ছুটির দাবি উঠে আসছে। তবে বছরের পর বছর কেটে গেলেও রাজ্য সরকারগুলো এই বিষয়ে কর্ণপাত করেনি বলে অভিযোগ। তবে আর নয়, এবার বিজেপি সরকার যা ঘোষণা করল তা মহিলাদের কাছে কোনো আশীর্বাদের থেকে কম কিছু নয়। আসলে এবার বিজেপি সরকার এক বা দু’দিন নয়, টানা ১২ দিন ঋতুকালীন ছুটি দেওয়ার ঘোষণা করেছে। তাও কিনা আবার সবেতন। ।
মেয়েদের ঋতুকালীন ছুটি দেওয়ার ঘোষণা
আসলে এবার ওড়িশার বিজেপি সরকার ঋতুকালীন ছুটি ঘোষণা করেছে। এই ঘোষণা অনুযায়ী, বছরে ১২ দিন অতিরিক্ত ছুটি পাবেন মহিলা কর্মীরা। এদিকে সরকারের এহেন সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছেন সকলে। ওড়িশা সরকার মহিলা কর্মীদের জন্য এই ছুটি বলবৎ হবে। স্বাধীনতা দিবসের আগে উপ-মুখ্যমন্ত্রী প্রবতী পারিদা মহিলা কর্মীদের জন্য প্রতি মাসে একটি সবেতন ঋতুকালীন ছুটি ঘোষণা করেছিলেন। এবার সেই কথাতেই শিলমোহর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
মিলবে অতিরিক্ত ছুটি
এর আগে, ওড়িশার মহিলা কর্মীরা বিজেডি সরকারের অধীনে ২০২৪ সালের মার্চ থেকে পারিবারিক দায়িত্ব এবং স্বাস্থ্য চ্যালেঞ্জগুলি সামঞ্জস্য করার জন্য অতিরিক্ত ১২টি সিএল দেওয়া হত। তবে বিজেপি সরকারের আমলে এবার তাই ১২ দিন করা হল। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির দফতরের তরফে জারি করা নোটিশ অনুযায়ী, “ওড়িশা সরকারের সমস্ত মহিলা কর্মীরা বর্তমানে ১৫ দিন সময় ছাড়াও বার্ষিক অতিরিক্ত সিএল সুবিধা নিতে পারবেন।” এখন মহিলা কর্মীদের জন্য সিএলের সংখ্যা হবে ২৭ দিন, সেখানে পুরুষ কর্মীরা ১৫ দিনের ক্যাসুয়াল লিভ পাবেন।