শ্বেতা মিত্র, কলকাতাঃ অবশেষে এবার জোকা-বিবাদী বাগ মেট্রোর কাজেও জট কাটল। অর্থাৎ এবার এই রুটেও মেট্রোর কাজে আগামী দিনে আর কোনো বাধা রইল না। যদিও সুপ্রিম কোর্টের তরফে এই মেট্রোর কাজ নিয়ে কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে। সেই শর্ত মানলে তবেই কাজে হাত দিতে পারবে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। হ্যাঁ ঠিকই শুনেছেন। এখন যত দিন যাচ্ছে মেট্রো পরিষেবাও মানুষের জীবনের সঙ্গে আরও বেশি করে জড়িয়ে পড়ছে যেন। ইতিমধ্যে কলকাতায় এখন আরও অনেক বেশি বেশি রুটে মেট্রো পরিষেবা শুরু হয়েছে। যে কারণে এখন কলকাতা শহরবাসীর কাছে আলাদাই ভালো লাগার জায়গা হয়ে উঠছে এই মেট্রো পরিষেবা। এখন সকলেই আলোচনা করছে আন্ডারওয়াটার মেট্রো পরিষেবা নিয়ে। কিন্তু এবার সবকিছু ঠিকঠাক থাকলে আরো একটি মেট্রো রুট পেতে চলেছেন বাংলার মানুষ বলে জানা যাচ্ছে। আর সেটি হল জোকা-বিবাদী বাগ মেট্রো। তবে এই মেট্রোর কাজ শেষ করতে গিয়ে সাম্প্রতিক সময়ে বেশ বেগ পেতে হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষকে। তবে এবার সুপ্রিম কোর্ট বড় নির্দেশ দিল।
জোকা-বিবাদী বাগ মেট্রো নিয়ে সুপ্রিম নির্দেশ
আসলে সম্প্রতি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল একটি সংস্থা। জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পের জন্য ময়দান এলাকায় কয়েকশো গাছ কাটা হয়েছে, এই অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। যদিও এই নিয়ে হাইকোর্ট কোনোরকম হস্তক্ষেপ করতে চায়নি। এরপর ওই সংস্থা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। এবার সেই মামলাতেই আজ রায় দিল আদালত।
বুধবার বিচারপতি বিআর গাভাই, বিচারপতি পিকে মিশ্র এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ বড় রায় দিয়েছে। এদিন দেশের শীর্ষ আদালত জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পের কাজ শুরু করার নির্দেশ তো দেয়, সেইসঙ্গে কলকাতা মেট্রোকে নির্দেশ দেয়, পরিবেশ মন্ত্রকের অনুমতি ছাড়া নতুন করে কোনও গাছ কাটা বা অন্যত্র স্থানান্তর করা যাবে না।
মেট্রোর কাজের জন্য শয়ে শয়ে গাছ ধ্বংস?
জানা গিয়েছে, মামলার শুনানি চলাকালীন বুধবার ওই মামলার শুনানিতে সলিসিটর জেনারেল (এসজি) তুষার মেহতা জানান, মামলাকারী বলছেন, মেট্রো প্রকল্পের জন্য ৮২৭টি গাছ কাটা হয়েছে। কিন্তু বাস্তবে কোনও গাছ পুরোপুরি কেটে ফেলা হয়নি। অন্যত্র প্রতিস্থাপনের জন্য উপড়ে ফেলা হয়েছে। ইতিমধ্যে ৯৪টি গাছ অন্য জায়গায় লাগানো হয়েছে। সলিসিটর জেনারেল সুপ্রিম কোর্টে আরও বলেন, ‘‘মেট্রোর কাজের জন্য নতুন করে আর গাছ কাটার প্রয়োজন নেই। কারণ, ওই জায়গায় সুড়ঙ্গের মধ্যে দিয়ে মেট্রো যাবে।’’ এদিকে মামলাকারীর আইনজীবী জয়দীপ গুপ্তের বক্তব্য, ‘‘ওই জায়গায় স্টেশন তৈরি হওয়ার কথা। ফলে নতুন করে গাছ কাটা হতে পারে। তা ছাড়া গাছ অন্যত্র লাগালে বাঁচে না। কারণ, পরিচর্যার অভাব।’’
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |