ভারতের তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) সোশ্যাল মিডিয়ায় সরাসরি বলে দিলেন, ‘খবর প্রকাশ করার আগে ভালো করে জেনে নিন।’ কোন খবর দেখে এমন মন্তব্য করলেন শ্রেয়স?
রঞ্জি ট্রফিতে (Ranji Trophy ) ভালো খেলাই তাঁর লক্ষ্য
জাতীয় দলে ফেরার জন্য চেষ্টা চালাচ্ছেন শ্রেয়স আইয়ার। মন দিয়েছেন ঘরোয়া ক্রিকেটে। আপাতত মুম্বইয়ের (Mumbai) হয়ে রঞ্জি ট্রফিতে ভালো খেলাই তাঁর লক্ষ্য। ঘরোয়া ক্রিকেটে ফর্মে থাকার আভাস দিয়েছেন তিনি, ইতিমধ্যে দলের জন্য করেছেন প্রয়োজনীয় কিছু রান। মহারাষ্ট্রের বিরুদ্ধে হওয়া রঞ্জি ট্রফির ম্যাচে ১৯০ বলে ১৪২ রানের ইনিংস খেলেছিলেন। মুম্বইয়ের পরের ম্যাচ ত্রিপুরার বিরুদ্ধে। আগামী ২৬ অক্টোবর থেকে আগরতলায় শুরু হবে ত্রিপুরা বনাম মুম্বই ম্যাচ। এই ম্যাচের আগে শ্রেয়স আইয়ারকে নিয়ে শুরু হয়েছে জল্পনা।
ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়ার?
এক ক্রীড়া সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ত্রিপুরা ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়ার। আপাতত এক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। নিজেকে ফিট রাখার জন্য বিশ্রামে থাকবেন তিনি, ফলে খেলতে পারবেন না ত্রিপুরা বনাম মুম্বই ম্যাচ।
কমেন্ট করেন আইয়ার
এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যম প্রকাশ্যে আসার পরেই কমেন্ট করেন আইয়ার। সরাসরি জানিয়ে দেন, ‘খবর প্রকাশ করার আগে ভালো করে জেনে নিন।’ নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে এই কমেন্ট করেছেন শ্রেয়স আইয়ার।
আরও একটি বিষয়ে আইয়ারকে নিয়ে জল্পনা
আরও একটি বিষয়ে আইয়ারকে নিয়ে জল্পনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে, তাঁকে আগামী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মরশুমের জন্য কলকাতা নাইট রাইডার্স রিটেন নাও করতে পারে। যদিও এই দাবির পিছনেও পোক্ত কোনো ভিত্তি নেই। কলকাতা নাইট রাইডার্স তাদের অধিনায়ককে রিটেন করবে না, এমনটা অবশ্য জোর দিয়ে বলা হচ্ছে না। আপাতত তাঁকে নিয়ে রয়েছে শুধু জল্পনা।