আনোয়ার আলিকে খেলানো নিয়ে আর রইল না বাধা, স্বস্তির খবর ইস্টবেঙ্গলের জন্য

Published on:

anwar ali east bengal

প্রীতম সাঁতরা, কলকাতাঃ আপাতত আর কোনও বাধা রইল না। আনোয়ার আলিকে (Anwar Ali) নিয়ে স্বস্তির খবর পেয়ে চলে এসেছে ইস্টবেঙ্গল ক্লাবে (East Bengal FC)। যার ফলে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে লাল হলুদ সমর্থকরাও কিছুটা খুশি হবেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কমিটি আনোয়ার, ইস্টবেঙ্গল ও দিল্লি এফসিকে দোষী সব্যস্ত করেছিল

আনোয়ার আলির দল বদল নিয়ে টানাপোড়েন অব্যাহত রয়েছে। মোহনবাগান সুপার জায়ান্টের  সঙ্গে তাঁর সম্পর্কের ইতি নিয়ম মেনেই হয়েছে কি না সে ব্যাপারে নানা জনের নানা মত। ফেডারেশনের (AIFF) নিয়মরক্ষা কমিটি (PSC) প্রাথমিকভাবে আনোয়ার, ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি (Delhi FC)-কে দোষী সব্যস্ত করেছিল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে পাল্টা মামলা করা হয় দিল্লি হাইকোর্টে। মামলা আদালতে যাওয়ার পর শাস্তির ওপর স্থগিতদেশ দেওয়া হয়। এবং ইস্টবেঙ্গলের হয়ে মাঠে নামার সুযোগ পেয়ে যান আনোয়ার আলি।

পিছিয়ে দেওয়া হয়েছে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির শুনানি

শুনানি এখনও বাকি, ফেডারেশনকে শোনাতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। আনোয়ারকে নিয়ে পাওয়া সম্প্রতিতম আপডেট অনুযায়ী, প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে আগামী ১০ নভেম্বর পর্যন্ত। যার ফলে এএফসি চ্যালেঞ্জ লিগের পাশাপাশি ৯ নভেম্বর আইএসএলে হতে চলা মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে মিনি ডার্বিতে খেলতে আনোয়ারের কোনও অসুবিধা হবে না।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

উধাও আনোয়ারের চেনা ফর্ম

নতুন ক্লাবে যোগ দেওয়ার পর অবশ্য আনোয়ার আলিকে তাঁর পুরোনো ফর্মে পাওয়া যাচ্ছে। তিনি ইস্টবেঙ্গল এফসির প্রথম একাদশে ধারাবাহিকভাবে সুযোগ পাচ্ছেন কিন্তু দল এখনও পর্যন্ত একটাও ম্যাচ জেতেনি। আইএসএল এর ৬ ম্যাচ খেলে হেরেছি ছয় ম্যাচেই।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group