শ্বেতা মিত্র, কলকাতাঃ ফের একবার বড়সড় চমক দিল সরকারি টেলিকম সংস্থা BSNL। এমনিতে যত সময় যাচ্ছে, ততই যেন নতুন করে টেলিকম সেক্টরে নিজেদের আধিপত্য বিস্তার করার দিকে ঝুঁকে চলেছে BSNL। একদিকে যখন Airtel, Jio থেকে শুরু করে ভোডাফোন আইডিয়ার মতো সংস্থাগুলি 5G, 6G আনার পরিকল্পনা করছে সেখানে এখনো অবধি বিএসএনএল 4G পরিষেবাই শুরু করে উঠতে পারেনি। তবে আগামী ১ থেকে ২ বছরের মধ্যে 4G এবং 5G পরিষেবা শুরু করার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে সরকারি টেলিকম সংস্থাটি। তবে এইসবের মাঝেই দারুণ চমক দিল কোম্পানি। বদলে দেওয়া হল কোম্পানির লোগো। হ্যাঁ ঠিকই শুনেছেন।
বদলে গেল BSNL
জানলে চমকে উঠবেন, দীর্ঘ ২৪ বছর পর বিএসএনএল নিজেদের লোগো এবং স্লোগান বদলে দিল। যত সময় এগোছে বিএসএনএল ততই যেন নিজেদের পরিষেবা কারো উন্নত করার চেষ্টা করছে। সরকারি টেলিকম কোম্পানিটি শিগগিরই বাণিজ্যিকভাবে 4G পরিষেবা চালু করতে চলেছে। একই সঙ্গে আগামী বছরের জুন মাসের মধ্যে 5G পরিষেবা শুরু করার ঘোষণা করতে পারে সংস্থাটি। এসবের মাঝেই বুধবার দিল্লিতে অনুষ্ঠিত একটি ইভেন্টে BSNL নতুন লোগো এবং স্লোগান চালু করেছে। সেইসঙ্গে ৭টি নতুন পরিষেবাও চালু করেছে প্রতিষ্ঠানটি।
২৪ বছর পর লোগো বদল BSNL-র
২০০০ সালের পর বিএসএনএল তাদের লোগো পরিবর্তন করেছে। সেই সঙ্গে এবার স্লোগানেও বদল আনা হয়েছে। বিএসএনএল লোগোতে আগে নীল এবং লাল তীর ছিল, যা এখন উজ্জ্বল এবং সবুজ রঙে পরিবর্তিত হয়েছে। একই সঙ্গে আগের লোগোতে ধূসর রঙের গোলক ছিল, যা এখন পুরোপুরি বদলে ফেলা হয়েছে। লোগোর ডিজাইন রাখা হয়েছে আগের মতোই। মাঝের গোলকের রং পরিবর্তন করে কমলা করা হয়েছে। এছাড়াও বৃত্তে ভারতের একটি মানচিত্র দেখানো হচ্ছে।
বিএসএনএলের নতুন লোগোতে ভারতের পতাকার তিনটি রঙই ব্যবহার করা হয়েছে। বিএসএনএল তাদের পুরনো স্লোগান ‘Connecting India’ বদলে ‘Connecting Bharat’ করেছে। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং সিনিয়র বিএসএনএল কর্মকর্তারা সংস্থার নতুন লোগো লঞ্চ করেছেন।
স্প্যাম ফ্রি নেটওয়ার্ক
লোগো, স্লোগান বদলে পাশাপাশি আরও চমক দিয়েছে কোম্পানো। যেমন কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে স্প্যাম কল ও মেসেজ ব্লক করার প্রযুক্তি এনেছে বিএসএনএল। এখন ব্যবহারকারীদের ভুয়ো কল এবং মেসেজগুলি নেটওয়ার্ক স্তরেই ব্লক করা হবে।
ন্যাশনাল Wifi রোমিং
সরকারি টেলিকম কোম্পানিটি প্রথম এফটিটিএইচ ভিত্তিক ওয়াই-ফাই রোমিং সেবা চালু করেছে। বিএসএনএল ব্যবহারকারীরা কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই হট-স্পটগুলিতে উচ্চ গতির ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবেন।
IFTV
বিএসএনএল প্রথম ফাইবার ভিত্তিক ইন্ট্রানেট লাইভ টিভি পরিষেবা চালু করেছে। এফটিএইচ নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহারকারীরা পে টিভিতে ৫০০টিরও বেশি লাইভ টিভি চ্যানেল দেখতে পারবেন।
ATS Kiosk
সিম কার্ডের জন্য কিয়স্কের মতো এটিএমের সুবিধা চালু করেছে। দেশের রেলওয়ে স্টেশনসহ জনবহুল স্থানে এই কিয়স্ক বসানো হবে, যাতে গ্রাহকরা ২৪*৭ সিম কিনে আপগ্রেড করার সুবিধা পেতে পারেন।
D2D সার্ভিস
বিএসএনএল ডাইরেক্ট-টু-ডিভাইস পরিষেবারও ঘোষণা করেছে, যা স্যাটেলাইটের সঙ্গে মোবাইল নেটওয়ার্ক সংহত করে আরও ভাল সংযোগ সরবরাহ করবে।
ডিজাস্টার রেসপন্স সিস্টেম
সরকারি টেলিকম সংস্থাটি বন্যা বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় সংযোগের জন্য জরুরি এনক্রিপ্টেড যোগাযোগ দুর্যোগ প্রতিক্রিয়া যোগাযোগ পরিষেবা চালু করেছে, যা সরকার এবং ত্রাণ সংস্থাগুলিকে ক্ষতিগ্রস্থ অঞ্চলে সংযোগ সরবরাহ করতে সহায়তা করবে।
খনিগুলির জন্য ব্যক্তিগত 5G নেটওয়ার্ক
ইন্ডিয়া সঞ্চার নিগম লিমিটেড খনিগুলিতে সুপারফাস্ট সংযোগ প্রদানের জন্য সি-ড্যাকের সহযোগিতায় 5G পরিষেবা চালু করেছে। এই পরিষেবাটি ভূগর্ভস্থ খনিগুলিতে এআই এবং আইওটির মাধ্যমে উচ্চ গতির কভারেজ সরবরাহ করতে কাজ করবে।