শিমলায় রাজকীয় প্যালেস, কোটি কোটি টাকার সোনার গয়না! প্রিয়াঙ্কা গান্ধীর মোট সম্পত্তি কত?

Published on:

priyanka gandhi's net worth

প্রীতি পোদ্দার, কলকাতা: প্রায় দোরগোড়ায় এসে গিয়েছে নির্বাচনের দিন। আগামী ১৩ নভেম্বর ওয়েনাড়ে ভোটগ্রহণের দিন নির্বাচিত হয়েছে। আর এই প্রথমবার ভোট ময়দানে নামতে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা (Priyanka Gandhi Vadra)। আসলে চব্বিশের লোকসভা নির্বাচনে ওয়েনাড় ও রায়বরেলি আসনে জিতেছিলেন দাদা রাহুল। কিন্তু ওয়েনাড় আসনটি তিনি ছেড়ে দিয়েছেন। তাই সেখানে এবার উপনির্বাচন হচ্ছে। আর সেই আসন দখল করতেই এবার প্রার্থীর খাতায় নাম লেখালেন তিনি।

প্রকাশ্যে প্রিয়াঙ্কার সম্পত্তির পরিমাণ | Priyanka Gandhi’s Net Worth |

WhatsApp Community Join Now

গতকাল অর্থাৎ বুধবার একটি রোড শো করবার পর কেরলের ওয়েনাড লোকসভার উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন রাজীব গান্ধীর কন্যা প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা। সেই সূত্রেই এবার প্রকাশ্যে এল তাঁর মোট সম্পত্তির পরিমাণ। নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা অনুযায়ী জানা গিয়েছে, প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা। এর মধ্যে স্থাবর সম্পত্তির পরিমাণ রয়েছে ৭ কোটি ৭৪ লক্ষ টাকা। যার মধ্যে রয়েছে দিল্লির মেহরৌলি এলাকার পারিবারিক কৃষিজমি এবং ফার্ম হাউসের অংশীদারি। এছাড়াও হিমাচলের সিমলায় একটি বাড়ি রয়েছে প্রিয়াঙ্কার। যার মূল্য ৫ কোটি ৬৩ লক্ষ টাকা। শুধু স্থাবর নয় অস্থাবর সম্পত্তির পরিমাণও অনেক।

জানা গিয়েছে তাঁর অস্থাবর সম্পত্তি রয়েছে প্রায় ৪ কোটি ২৪ লক্ষ টাকার। তাঁর নামে খোলা রয়েছে তিনটি ব্যাংক অ্যাকাউন্ট, সেখানে জমানো রয়েছে লক্ষাধিক টাকা। এছাড়াও প্রিয়াঙ্কা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন সঙ্গে পিপিএফ, একটি হন্ডা সিআরভি গাড়ি ও ১ কোটি ১৫ লক্ষ টাকার সোনার গয়না রয়েছে। যদিও এই গাড়িটি তিনি তাঁর স্বামী রবার্ট বঢরার থেকে উপহার হিসেবে পেয়েছেন। অন্যদিকে ব্যাঙ্কের সুদ ও অন্যান্য বিনিয়োগ থেকে গত আর্থিক বর্ষে ৪৬ লক্ষ ৩৯ হাজার টাকা আয় করেছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা।

প্রিয়াঙ্কার স্বামীর সম্পত্তির পরিমাণ | Robert Vadra’s Net Worth |

হলফনামায় প্রিয়াঙ্কা নিজের এবং তাঁর স্বামীর আয়ের উৎস হিসেবে জানিয়েছেন, বাড়িভাড়া, ব্যাঙ্কে জমানো টাকা থেকে প্রাপ্ত সুদ ও বিনিয়োগ। এবং তাঁর স্বামীর আয়ের উৎস ব্যবসা, বিনিয়োগ বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা। জানিয়েছেন, তাঁর স্বামীর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৬৫ কোটি টাকা। যার মধ্যে অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩৯ কোটি টাকা। আর স্থাবর সম্পত্তির পরিমাণ ২৭.৬৪ কোটি টাকা। প্রিয়াঙ্কা জানিয়েছে, তাঁর ১৫.৭৫ লক্ষ টাকার ঋণ রয়েছে। আর তাঁর স্বামীর ঋণ রয়েছে ১০ কোটি টাকা।

এছাড়াও প্রিয়াঙ্কা বিরুদ্ধে দুটি FIR রয়েছে। ২০২৩ সালে মধ্যপ্রদেশে প্রিয়াঙ্কার বিরুদ্ধে দায়ের হয় সেই FIR। ভুয়ো তথ্য দিয়ে টুইট করার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। এবং অপরটি ২০২০ সালে উত্তর প্রদেশে হাথরসের ঘটনায় করোনার সময় প্রতিবাদে সামিল হওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছিল।

সঙ্গে থাকুন ➥
X