প্রীতি পোদ্দার, কলকাতা: দীর্ঘ দিন ধরে ধান কেনা এবং বেচার ক্ষেত্রে নানা দাবি উঠে আসছে। যার মধ্যে অন্যতম দাবি ছিল ওজন নিয়ে কারচুপি। সহায়ক মূল্যে সরকারি উদ্যোগে ধান কেনার প্রক্রিয়া শুরু হলেও সেখানে ওজনে কারচুপির অভিযোগ উঠে এসেছে খাদ্য দফতর এর কাছে। আর তাই সেই সকল অভিযোগ রুখতে বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার।
দুর্নীতি রুখতে মাঠে নামল প্রশাসন
বিগত কয়েক বছরে রাজ্যে একাধিক ক্ষেত্রে দুর্নীতি সংক্রান্ত অভিযোগ উঠে এসেছে। শিক্ষক নিয়োগ সংক্রান্ত থেকে শুরু করে কয়লা পাচার, রেশন ইত্যাদি নানা ক্ষেত্রে দুর্নীতির খবর উঠে এসেছে খবরের শিরোনামে। আর এই আবহে ফের আরও এক দুর্নীতির খবর উঠে এল জনসমক্ষে। রাজ্যের বিভিন্ন ধান বিক্রয় কেন্দ্রে ওজনে কারচুপি নিয়ে বড় দুর্নীতির খবর উঠে এল। আর তাই সেই কারণে প্রতিটি কেন্দ্রে বসানো হচ্ছে সিসি ক্যামেরা। সম্প্রতি এমনই নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
চাষীদের দেওয়া হবে উৎসাহ ভাতা
প্রশাসনের এই উদ্যোগে এবার খানিক স্বস্তির নিশ্বাস ফেলছে চাষীদের একাংশ। তবে শুধু সিসিটিভি নয় রাজ্য সরকার চাষীদের উন্নতির কথা মাথায় রেখে এবার উৎসাহ ভাতা দেওয়ার কথা ঘোষণা করতে চলেছে সরকার। জানা গিয়েছে সরকারি সংস্থার কাছে ধান বিক্রি করলে চাষিদের কুইন্টাল প্রতি ২০ টাকা অতিরিক্ত উৎসাহ ভাতা দেওয়ার কথাও ঘোষণা করতে চলেছে রাজ্য। গত বছর ধানের সহায়ক মূল্য ছিল কুইন্টাল প্রতি ২১৮৩ টাকা। এ বার সেটি বাড়িয়ে করা হয়েছে ২৩০০ টাকা। তবে কেনা হবে শুধু ই-প্যাডি পোর্টালে রেজিস্ট্রিকৃত চাষিদের কাছ থেকেই।
এছাড়াও নবান্ন সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের খারিফ মরসুমে ৬৮ লক্ষ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। তবে এবার বেনফেড, কনফেড কিংবা নাফেড ছাড়াও রাজ্যের খাদ্য দফতর আরও দুই সংস্থার সঙ্গে সরাসরি WBECSC এবং BPAMCL সংস্থার মাধ্যমে ধান কিনতে চলেছে। শুধু তাই নয় ধানের সহায়ক মূল্যের দাম বৃদ্ধির চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |