প্রীতম সাঁতরা, কলকাতা: পরপর ৬ ম্যাচে পরাজয়, এ কোন ইস্টবেঙ্গল (East Bengal)? এই ইস্টবেঙ্গল এফসি বাইচুং ভুটিয়ার কাছে একেবারেই অপরিচিত। নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। ওডিশা এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ম্যাচ দেখার জন্য টিভির পর্দায় চোখ রেখেছিলেন। নিজের প্ৰিয় ক্লাবের এই খেলা দেখে মনে মনে কষ্ট পাচ্ছেন বাইচুং। এই লাল হলুদ জার্সি পরে কতই না গোল করেছেন, ম্যাচ জিতেছেন, সেই ইস্টবেঙ্গলকে অনকে হারিয়ে যাচ্ছে একের পর এক দল।
‘কুয়াদ্রত করেছেনটা কী?’
ইস্টবেঙ্গল এফসির রক্ষণ দেখে তিনি অবাক। কর্তারা এতো ভালো দল গঠন করেছেন কিন্তু মাঠে তার ছাপ নেই। রক্ষণভাগের ফুটবলারদের মাঝখান দিয়ে একের পর এক থ্রু বল পাঠিয়েছে ওডিশা এফসি। ফাঁকায় গোল করেছেন রয় কৃষ্ণা। কার্লস কুয়াদ্রত প্রিসিজনে এই দলটাকে নিয়ে করেছেনটা কী? প্রশ্ন তুলেছেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি।
‘এই দলে কোনো নেতা নেই’
বাইচুংয়ের মতে, ‘আমি এখন দলের সঙ্গে যুক্ত নই। তাই দলের ভিতরকার পরিস্থিতি সম্পর্কে আমার জানা নেই, মন্তব্য করাও ঠিক না। মাঠের বাইরে থেকে খেলা দেখে আমার মনে হয়েছে এই দলে কোনো নেতা নেই। এমন একজন নেই যে ফুটবলারদের উজ্জীবিত করতে পারে। আমাদের সময়ে পরপর ৬ ম্যাচ হারের কথা আমরা ভাবতেও পারতাম না। খুব খারাপ সময়ে বড় জোর পরপর দুই ম্যাচে হার। এখন দেখলে সত্যি খুব কষ্ট হয়।’
‘আগে অন্য দল আমাদের দেখলে কাঁপতো’
তিনি আরও বলেছেন, ‘পুরো দলটা কেমন জানি গুটিয়ে রয়েছে। ইস্টবেঙ্গলের চরিত্রের সঙ্গে যা একেবারেই মানানসই নই। অন্তত আমরা যারা আগে ইস্টবেঙ্গল জার্সি পরেছি, তারা তো ভাবতেই পারছি না। আগে আমাদের সঙ্গে খেলার কথা ভাবলে অন্য দল ভয়ে কাঁপতো। এখন অনেক দুর্বল দল এসেও আমাদের হারিয়ে চলে যাচ্ছে।’