ডানার ল্যান্ডফল, আজ ভারী দুর্যোগ দক্ষিণবঙ্গে, কলকাতা সহ ৯ জেলায় চরম সতর্কতা

Published on:

south bengal rain

শ্বেতা মিত্র, কলকাতাঃ আশঙ্কা সত্যি করে এবার স্থলভাগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ডানা। আলিপুর আবহাওয়া অফিসের শেষ বুলেটিন অনুযায়ী, রাত আড়াইটা নাগাদ ওড়িশার ভিতরকণিকার হাবালিকাঠির নিচের ক্যাম্পের কাছে ঘূর্ণিঝড় ডানার আই বা মধ্যভাগ প্রবেশ করেছে স্থলভাগে। ল্যান্ডফলের সময়ে হাওয়ার গতিবেগ ছিল ১২০ কিমি প্রতি ঘন্টা। ভিতরকণিকা ও ধামারার মাঝে এটি স্থলভাগে প্রবেশ করেছে। এরপর এদিন দুপুরের মধ্যেই বাকি অংশটিও নিজের দাপট দেখাবে বলে খবর। সব মিলিয়েয় ওড়িশার পরিস্থিতি খারাপ। এদিকে ঘূর্ণিঝড়ের দাপটে শুক্রবার ভোররাত থেকেই কলকাতা সহ জেলায় জেলায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। সেইসঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট চলছে। আজ সারাদিনই বাংলার আবহাওয়া এমন থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আপনারও যদি আজ বাড়ি থেকে বেরোনোর প্ল্যান হয়ে থাকে তাহলে ঝটপট জেনে নিন আবহাওয়ার হাল হকিকত।

আছড়ে পড়ল ডানা

WhatsApp Community Join Now

শুক্রবার গভীর রাতে ওড়িশা উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ডানা। এদিকে হাওয়া অফিস জানিয়েছে, এখনও ল্যান্ডফলের প্রক্রিয়া সম্পন্ন হয়নি। রাত দেড়টা থেকে সাড়ে ৩টের মধ্যে ওড়িশার ভিতরকণিকা এবং ধামারার কাছে আছড়ে পড়ল দানা। ঝড়ের বেগ ছিল ঘণ্টায় ১০০-১১০ কিমি। সর্বোচ্চ বেগ ঘণ্টায় ১২০ কিমি। দানার প্রভাবে কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে ঝড়বৃষ্টি চলছে। এরপর দুপুরের পর সেটির ক্ষয় হবে বলে খবর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

ঘূর্ণিঝড় ডানার প্রভাবে আজ শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুরে লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও ভারী বৃষ্টির জন্য কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়াত,  ঝাড়গ্রামে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

আজ উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে। শুধুই দার্জিলিং ও কালিম্পঙ জেলায় হালকা থেকে মাঝারি পরিমানে বৃষ্টি হতে পারে।

সঙ্গে থাকুন ➥
X