শ্বেতা মিত্র, কলকাতাঃ বিখ্যাত ভোজপুরি অভিনেতা পবন সিংকে নিয়ে বিতর্কের যেন শেষ নেই। ২০২৪ সালের লোকসভা ভোটের সময় থেকে বারবার নিজের ক্রিয়াকলাপের জন্য শিরোনামে উঠে এসেছেন অভিনেতা। লোকসভা ভোটে বিজেপির হয়ে প্রার্থী হওয়া, তারপরে আবার দল থেকে বহিষ্কার হওয়া, সব মিলিয়ে বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। তিনি। তাঁর কপালে আবার বাংলা বিদ্বেষীর তকমাও রয়েছে। অভিনেতার এমন বেশ কিছু সিনেমা, মিউজিক অ্যালবাম রয়েছে যেগুলির টাইটেল দেখলে যে কোনো মানুষেরই গা রি রি করবে। তবে এবার এই পবন সিংই কিনা বাংলায় আসছেন। তাও কিনা আবার এক তৃণমূল বিধায়কের আমন্ত্রণে। আর এই নিয়েই এবার গর্জে উঠল বাংলাপক্ষ।
বাংলায় আসছেন পবন সিং
বাংলা পক্ষের তরফে জানানো হয়েছে, ‘আসানসোলের বিজেপি প্রার্থী, বাঙালি নারী বিদ্বেষী ভোজপুরি পর্নস্টার পবন সিং এবার বাংলায় আসছে, এবার তৃণমূলের বিধায়কের আমন্ত্রণে। বাংলা পক্ষ সর্বশক্তি দিয়ে এই ষড়যন্ত্র রুখবে।’ বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় এক ভিডিও বার্তায় জানান, ‘পবন সিং একজন বাঙালি বিদ্বেষী, বাঙালি নারী লোলুপ, বাঙালি নারীকে বস্তু হিসেবে, ভোগের বস্তু হিসেবে তুলে ধরা এক ভোজপুরি পর্নস্টার। এই ভয়ঙ্কর অপসংস্কৃতি তথা বাঙালি নারীর বিরুদ্ধে তুলে ধরা ব্যক্তি যে কিনা ইউপি, বিহারের সুপারস্টার হয়ে উঠেছে সেই পবন সিং বাংলায় আসছে। এই পবন সিং তাঁর ধৃষ্টতা এতটা ছিল যে আসানসোলে প্রার্থী হয়। কিন্তু বাংলা পক্ষ তথা বাঙালি জাতির মানুষের প্রতিবাদে পবন সিং নিজের নমিনেশন তুলে নেয়। বিজেপি কিন্তু তাঁকে প্রার্থীপদ থেকে সরায়নি। কিন্তু আমরা লক্ষ্য করছি এই ৩ নভেম্বর পশ্চিম বর্ধমানের বগুলা এলাকায় পবন সিং আবার আসছে।’
গর্জে উঠল বাংলা পক্ষ
গর্গ চট্টোপাধ্যায় জানান, ‘পবন সিংকে বিজেপি নয়, তৃণমূলের জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং ব্যক্তি আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু আমি বাংলা পক্ষের তরফে স্পষ্ট হুঁশিয়ারি দিতে চাই, বাংলার মাটিতে, তিলোত্তমার মাটিতে, মা কালির মাটিতে বাঙালি নারী বিদ্বেষী, বাঙালি নারীকে অপমান করা, বাঙালি নারীকে ভোগ্যপণ্য হিসেবে তুলে ধরা এই ভোজপুরি পর্নস্টারকে কোনো প্রোগ্রাম করতে দেওয়া যাবে না। এই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।’












