প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে সরকারী চাকরি পাওয়ার আশা থাকে বহু চাকরিপ্রার্থীর। একের পর এক রাজ্যে সরকারী চাকরি নিয়ে দুর্নীতির ছায়া থাকলেও বহু চাকরিপ্রার্থী এখনও আশা করে রয়েছে চাকরির জন্য। কিছুদিন আগেই রাজ্য পুলিশে ১২ হাজার পদে নিয়োগের কথা জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার ঘূর্ণিঝড় ‘ডানা’-র দুর্যোগের আবহেই ফের কর্মী নিয়োগের বার্তা দিল প্রশাসন।
নবান্নে মন্ত্রিসভার বৈঠক
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের আয়োজন করা হয়েছিল। সূত্রের খবর, এদিন নবান্নে চারটি দপ্তর অর্থাৎ স্বরাষ্ট্র, স্বাস্থ্য, পরিবেশ ও অর্থ দপ্তর মিলিয়ে মোট ১০০ জনকে নিয়োগ করা হবে বলে প্রশাসনের তরফে জানা গিয়েছিল। যার মধ্যে ৫৭টি কর্মবন্ধু পদে নিয়োগ করা হবে। তবে শুধু কর্মী নিয়োগের প্রসঙ্গ নয় এদিনের মন্ত্রিসভার বৈঠকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এমনকি এই দিনের বৈঠকে মন্ত্রী পরিষদ দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডের অধীনে একটি ৬৬০ মেগাওয়াট এর সুপারক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট নির্মাণের প্রস্তাবে সবুজ সঙ্কেত দিয়েছে।
জানা গিয়েছে, রাজ্য সমবায় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্কের থেকে ১৫০০ কোটি টাকার ঋণ নিতে চলেছে কৃষি প্রকল্প রূপায়ণে। মন্ত্রিসভা ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেডের নাবার্ড ও রাজ্য সমবায় ব্যাঙ্ক থেকে এই ঋণ সংগ্রহ করা হবে। সেক্ষেত্রে মন্ত্রীসভা সিদ্ধান্ত নিয়েছে যে রাজ্য সরকার এই ঋণ সংগ্রহের ক্ষেত্রে জামিনদার এর ভূমিকা পালন করবে।
সারের কালোবাজারি রুখতে বড় পদক্ষেপ
বেশ কয়েকদিন ধরে জেলায় জেলায় খোলা বাজারে কৃষিকাজে ব্যবহৃত সারের কালোবাজারির অভিযোগ জমা পড়েছে কৃষি দফতরে। অবশেষে সেই অভিযোগ নিয়ে এবার নড়েচড়ে বসলেন প্রশাসন। গতকাল সারের কালোবাজারির রুখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত তদন্ত করে গোটা প্রক্রিয়ার নজরদারির নির্দেশ দেন কৃষি দপ্তরকে। বৈঠকে অন্যান্য মন্ত্রীদেরও নিজ নিজ এলাকায় গিয়ে ঘূর্ণিঝড় পরিস্থিতি সামাল দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।