ঘূর্ণিঝড় ‘ডানা’-র দাপটের মাঝেই শিয়ালদায় শুরু হল রেল পরিষেবা, চলবে বিমানও

Published on:

sealdah train service

শ্বেতা মিত্র, কলকাতাঃ ঘূর্ণিঝড় ডানার প্রভাবে বেসামাল হয়ে গিয়েছে ওড়িশা থেকে শুরু করে বাংলার একের পর এক জেলা। আবহাওয়া অফিসের শেষ বুলেটিন অনুযায়ী, রাত আড়াইটা নাগাদ ওড়িশার ভিতরকণিকার হাবালিকাঠির নিচের ক্যাম্পের কাছে ঘূর্ণিঝড় ডানার আই বা মধ্যভাগ প্রবেশ করেছে স্থলভাগে। ল্যান্ডফলের সময়ে হাওয়ার গতিবেগ ছিল ১২০ কিমি প্রতি ঘন্টা। ভিতরকণিকা ও ধামারার মাঝে এটি স্থলভাগে প্রবেশ করেছে। এরপর এদিন দুপুরের মধ্যেই বাকি অংশটিও নিজের দাপট দেখাবে বলে খবর। সব মিলিয়েয় ওড়িশার পরিস্থিতি খারাপ। এদিকে ঘূর্ণিঝড়ের আতঙ্কে টানা রেল পরিষেবা থেকে শুরু করে বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছিল বাংলায়। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সবকটা পরিষেবা এই স্বাভাবিক হয়ে গিয়েছে বলে খবর। বিশেষ করে রেল পরিষেবা নতুন করে স্বাভাবিক হয়ে গিয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

স্বাভাবিক রেল পরিষেবা | Train Service Started In Sealdah |

বৃহস্পতিবার রাত আটটার পর থেকে শুক্রবার ভোরবেলা অবধি বন্ধ ছিল রেল পরিষেবা। মূলত ঘূর্ণিঝড়ের আতঙ্কে প্রথম থেকেই সতর্ক ছিল রেল। যে কারণে সতর্কমতমূলক ব্যবস্থা হিসেবে রেল পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শিয়ালদা ডিভিশন থেকে শুরু করে হাওড়া ডিভিশনে বহু এক্সপ্রেস ট্রেন এবং লোকাল ট্রেন বাতিল করে দিয়েছিল পূর্ব রেল।তবে সকাল হতে না হতেই ফের একবার নতুন করে স্বাভাবিক হয়ে গিয়েছে পরিষেবা। যে কারণে খুশি যাত্রীরাও।

পূর্ব রেল সূত্রে খবর, আজ সকাল ১০টা থেকে ফের শুরু হয়েছে ট্রেন চলাচল। দক্ষিণ শাখার প্রথম ট্রেন ডাউন সোনারপুর লোকাল শিয়ালদহ স্টেশন ছাড়ে। এরপর ধীরে ধীরে ডায়মন্ড হারবার, ক্যানিং, বারুইপুর এবং লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেন চালু হয়। অন্যদিকে স্বাভাবিক হয়েছে বিমান পরিষেবাও।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ভারী বৃষ্টিতে জলমগ্ন শহর

রাতভর টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে কলকাতা শহরে একাংশ উত্তর কলকাতা থেকে শুরু করে দক্ষিণ কলকাতার বহু জায়গায় হাঁটু সমান জল জমে গিয়েছে শুধুমাত্র তাই নয়, দমকা হাওয়ায় বহু গাছ ভেঙে পড়েছে জায়গায় জায়গায়। এছাড়া রাস্তাঘাটে এমন কিছু বাস বা অটোর দেখা নেই ফলে যারা আজকে রাস্তায় বেরিয়েছেন তাদের চরম সমস্যার মধ্যে পড়তে হয়েছে বলে অভিযোগ।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

ঘূর্ণিঝড় ডানার প্রভাবে আজ শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুরে লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও ভারী বৃষ্টির জন্য কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়াত,  ঝাড়গ্রামে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group