রতন টাটার শেষ উপহার, প্রয়াণের আগে যা করে গিয়েছিলেন তিনি, উপকৃত হবেন আপনিও

Published on:

ratan tata

শ্বেতা মিত্র, কলকাতাঃ রতন টাটা (Ratan Tata)… ভারতের এক অনন্য নাম। এই রতন টাটার নাম শোনেননি এমন মানুষকে হয়তো হাতে হ্যারিকেন নিয়ে খুঁজতে হবে। সে ব্যবসা হোক কিংবা একের পর এক জনদরদী কাজ, বরাবরই সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি। কিন্তু অতি সম্প্রতি রতন টাটার মতো একজন সোনার টুকরো ব্যক্তিকে হারিয়েছে ভারত। তবে প্রয়াত হলে কী হবে, তিনি জীবিত অবস্থায় এমন কিছু কাজ করে গিয়েছেন যা সারাজীবন ভারতবাসী আলোচনা করবেন। ঠিক তেমনি প্রয়াত হওয়ার কিছু সময় আগে সমাজের জন্য তিনি এমন এক কাজ করে গিয়েছেন যারপরে ভারতবাসী কুর্নিশ জানাচ্ছেন। এখন আপনিও কি জানতে ইচ্ছুক যে রতন টাটা কী এমন কাজ আছে যা মারা যাওয়ার আগে করে গিয়েছেন? তাহলে সেটা জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।

ফের আলোচনায় প্রয়াত রতন টাটা

WhatsApp Community Join Now

টাটা গ্ৰুপের প্রাক্তন চেয়ারম্যান রতন টাটা যে পশুদের কত ভালোবাসতেন সেটা সকলেই জানতেন। তাঁর নিজের কাছেও একটি কুকুর রয়েছে যার নাম গোয়া। যাইহোক, পশুদের প্রতি তাঁর এতটাই ভালোবাসা ছিল যে মুম্বাইয়ের বুকে ভারতের অন্যতম বড় ডগ হাসপাতাল তৈরী করে গিয়েছেন। হ্যাঁ ঠিকই শুনেছেন। মুম্বাইয়ের মহালক্ষ্মী এলাকায় টাটা ট্রাস্টের তরফে একটিছোট পশু হাসপাতাল, Small Animal Hospital রয়েছে। চলতি বছরের মার্চ মাসে এই পশু হাসপাতালটি চালু হয়।

লোকেরা এখানে তাদের পোষা কুকুর এবং বিড়ালদের চিকিত্সা করতে আসে। এই হাসপাতাল তৈরি করতে রতন টাটা খরচ করেছেন ১৬৫ কোটি টাকা। এটি তার স্বপ্নের প্রজেক্টের একটি অংশ ছিল। সারা দেশে একই ধরনের আরও পশু হাসপাতাল খোলার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু সব কিছু করে ওঠার আগেই ৮৬ বছর বয়সে পৃথিবীকে বিদায় জানালেন তিনি।

টাটার উদ্যোগে তৈরী পশু হাসপাতাল | Small Animal Hospital |

টাটার উদ্যোগে Small Animal Hospital তৈরী করা হয়েছে। স্মল অ্যানিম্যাল হাসপাতালটি মুম্বইয়ের মহালক্ষ্মী এলাকায়। এক নজরে বহুতলটি দেখে অনুমান করা কঠিন এটি পশু হাসপাতাল হবে। এখানে পশুদের চিকিৎসার জন্য এমন উন্নতমানের সুবিধা দেওয়া হয়েছে, যা বড় বড় বেসরকারি হাসপাতালে মানুষের জন্য পাওয়া যায় না। এখানে একসঙ্গে ২০০ পোষা প্রাণীর চিকিৎসা করা যায়। এই পশু হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল কাজ করছে। এই দলের নেতৃত্বে রয়েছেন ব্রিটিশ চিকিৎসক থমাস হিথকোট।

সঙ্গে থাকুন ➥
X