শ্বেতা মিত্র, কলকাতাঃ ঘূর্ণিঝড় ‘ডানা’র (Cyclone Dana) প্রভাবে বিপর্যস্ত বাংলা থেকে শুরু করে ওড়িশার বিস্তৃর্ণ এলাকা। ঘূর্ণিঝড়ের তীব্র আঘাতে লন্ডভন্ড হয়ে গিয়েছে একাধিক জায়গা। হাওয়া অফিস সূত্রে খবর, ঘূর্ণিঝড় ডানা অতি তীব্র রূপ নিয়ে বুধবার গভীর রাত ২:৩০ মিনিটে ধামারা বন্দরের কাছে আছড়ে পড়ে ও তারপর বাসুদেবপুর এর কাছে পুরো স্থলভাগে ঢোকে। এর প্রভাবে ওড়িশার পারাদ্বীপ থেকে সড়ো পর্যন্ত অঞ্চলে ঘন্টায় ৬৫ থেকে ৮৫ কিলোমিটার বেগে হাওয়াসহ প্রায় ১০০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া প্রবাহিত হয়। যদিও এবার এটি আজ সাধারণ নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। তবে আজ বাংলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
বৃষ্টি চলবে শহর কলকাতাতেও। আপনিও কি বাড়ি থেকে বেরোনোর পরিকল্পনা করা করছেন? তাহলে ছাতা কিন্তু সঙ্গে রাখতে ভুলবেন না। সেইসঙ্গে জেনে রাখুন আজকের সারাদিনের আবহাওয়ার হাল হকিকত ।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather |
আজ শনিবারও দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। কিছু জেলায় লাল কমলা তো আবার কিছু জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, অতি ভারী থেকে অতি বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
এছাড়া অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা জেলায়। ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছেন পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদীয়া জেলায়।
উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather |
এদিকে আজ থেকে নতুন করে উত্তরবঙ্গের বেশকিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জারি করেছে হাওয়া অফিস। শনিবার বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।