কলকাতাঃ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের বর্ডার-গাভাস্কার ট্রফির (Border–Gavaskar Trophy) জন্য ভারতীয় দলের ১৮ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। এ বছরের ২২ নভেম্বর থেকে শুরু হতে চলা এই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে দুই দলের মধ্যেই প্রস্তুতি তুঙ্গে। এই সিরিজে বিসিসিআইয়ের তরফে টিম ইন্ডিয়ায় হর্ষিত রানা, অভিমন্যু ইশ্বরন আর নিতিশ রেডির মতো তরুণ প্লেয়ারদের সুযোগ দেওয়া হয়েছে। মোট যেই ১৮ জনের নাম ঘোষণা করা হয়েছে, তাঁদের মধ্যে অনেকেই এবার প্রথমবার অস্ট্রেলিয়ার সফরে যাচ্ছেন। বাংলার হয়ে খেলা অভিমন্যু ঘরোয়া ক্রিকেটে সাত হাজারের বেশি রান করেছেন। এবার তাঁকে রোহিত শর্মা, যশস্বী জয়সওয়ালের সাথে রিজার্ভ ওপেনার হিসেবে দলে সুযোগ দিয়েছে BCCI।
জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় বাংলার প্লেয়ার
দীর্ঘদিন ধরেই জাতীয় দলে সুযোগের অপেক্ষায় ছিলেন অভিমন্যু ইশ্বরন। এর আগেও তাঁকে টিম ইন্ডিয়ায় জায়গা দেওয়া হয়েছিল, কিন্তু অভিষেকের সুযোগ পাননি। ঘরোয়া ক্রিকেটে ২৭টি সেঞ্চুরি ও ৫০-র গড়ে রান করেছেন অভিমন্যু। ঘরোয়া ক্রিকেটে সর্বাধিক ২৩৩ রান রয়েছে তার নামের পিছনে। এবার আশা করা হচ্ছে যে, অভিমন্যুর লাল বলের ক্রিকেটে অভিষেক হবে।
অভিমন্যু ইশ্বরনের কেরিয়ার | Abhimanyu Easwaran Career |
অভিমন্যু ইশ্বরন ঘরোয়া ক্রিকেটে সবথেকে সফল ব্যাটসম্যানদের মধ্যে একজন। রনজি ট্রফি এবং অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টে তার নামে বড়বড় রেকর্ড রয়েছে। ইশ্বরন এখনও অবধি ঘরোয়া ক্রিকেটে ৯৯ টি ফার্স্ট ক্লাস, ৮৮ টি লিস্ট এ ও ৩৪ টি টি২০ ম্যাচ খেলেছেন।
প্রথম শ্রেণির ক্রিকেটে ইশ্বরন ১৬৯ ইনিংসে ৪৯.৯২ এর গড়ে ৭৬৩৮ রান করেছেন। লিস্ট এ’তে ৮৬ ইনিংসে ৪৭.৪৯ এর গড়ে ৩৮৭৪ রান করেছেন অভিমন্যু ইশ্বরন। এছাড়াও ৩৪ টি২০ ম্যাচে ৩৭.৫৩ এর গড়ে ৯৭৬ রান করেছেন অভিমন্যু ইশ্বরন।
🚨 NEWS 🚨
Squads for India’s tour of South Africa & Border-Gavaskar Trophy announced 🔽#TeamIndia | #SAvIND | #AUSvIND pic.twitter.com/Z4eTXlH3u0
— BCCI (@BCCI) October 25, 2024
বর্ডার-গাভাস্কার ট্রফির জন্য ভারতীয় দল
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ইশ্বরন, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), জসপ্রীত বুমরাহ (সহ অধিনায়ক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা, নিতিশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর।