বছরে ৯৬০০ টাকা, মেধাশ্রী প্রকল্পে নতুন আবেদন শুরু, কীভাবে নথিভুক্ত করবে নাম? রইল পদ্ধতি

Published on:

medhashree scholarship 2024

শ্বেতা মিত্র, কলকাতাঃ সাধারণ মানুষের কল্যাণে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজ্য সরকার নানা রকম প্রকল্প চালাচ্ছে। সেখানে কিন্তু পিছিয়ে নেই পশ্চিমবাংলাও। ইতিমধ্যে রাজ্যের মানুষের সুবিধার্থে বেশ কিছু প্রকল্প চালাচ্ছে সরকার। যার মধ্যে অন্যতম সুপারহিট হিসেবে প্রমাণিত হয়েছে মহিলাদের জন্য আনা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। তবে এবার রাজ্য সরকারের তরফে এমন এক প্রকল্প আনা হল যার দরুন সকলে পেয়ে যাবেন ৮০০ টাকা! হ্যাঁ ঠিকই শুনেছেন একদম।

WhatsApp Community Join Now

ইতিমধ্যে  রাজ্য সরকারের এই বিশেষ প্রকল্পে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এখন নিশ্চয়ই ভাবছেন যে এই প্রকল্পের নাম কী? তাহলে আপনাদের জানিয়ে রাখি, আজ যে প্রকল্পটি নিয়ে আলোচনা হচ্ছে সেটির নাম হল ‘মেধাশ্রী।’ ইতিমধ্যে কন্যাশ্রী নামের একটি প্রকল্প বছরের পর বছর ধরে চলে আসছে বাংলায়। তবে এবার এসে গেল ‘মেধাশ্রী।’

মেধাশ্রী প্রকল্প ২০২৪ | Medhashree Scholarship 2024 |

পশ্চিমবঙ্গ সরকারের তরফে এমন অনেক প্রকল্প চালানো হচ্ছে যার দরুন উপকৃত হচ্ছে ছোট থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিরা। তবে এই মেধাশ্রী প্রকল্প বা মেধাশ্রী স্কলারশিপ বিশেষভাবে আনা হয়েছে রাজ্যের ছাত্র-ছাত্রীদের জন্য। এই প্রকল্পের মাধ্যমে বেশ মোটা অংকের একটা টাকা পেয়ে যাবে হ্যাঁ ঠিকই শুনেছেন। আর এই টাকা পেতে বেশ কিছু শর্ত আছে যা সকলকে মেনে চলতে হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৩ সালে আলিপুরদুয়ারে একটি জনসভায় মেধাশ্রী বৃত্তি ঘোষণা করেছিলেন। অন্যান্য অনগ্রসর সমাজ অর্থাৎ ওবিসি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের এই বৃত্তি থেকে আর্থিকভাবে উপকৃত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এই বৃত্তির জন্য সঠিকভাবে আবেদন করা সমস্ত যোগ্য শিক্ষার্থী এক বছরে ৯৬০০ টাকা, অর্থাৎ প্রতি মাসে ৮০০ টাকা পাবে।

যোগ্যতা

  • মেধাশ্রী স্কলারশিপ ২০২৪ এর জন্য আবেদন করতে, শিক্ষার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গের কোনও সরকারী বা সরকার-স্বীকৃত স্কুলে পড়াশোনা করতে হবে।
  • এছাড়াও, শিক্ষার্থীর বার্ষিক পারিবারিক আয় ২.৫ লক্ষ টাকার বেশি হলে হবে না।
  • টাকা পেতে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • ছাত্রকে অবশ্যই পশ্চিমবঙ্গের কোনও সরকারি স্কুলে পড়াশোনা করতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই সংখ্যালঘু বা ওবিসি বিভাগের হতে হবে।

কী কী নথি লাগবে

১) পাসপোর্ট সাইজের ছবি
২) ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল সার্টিফিকেট
৩) আধার কার্ড জেরক্স
৪) পরীক্ষার মার্কশিট
৫) সংখ্যালঘু শংসাপত্র
৬) পারিবারিক বার্ষিক আয়ের সার্টিফিকেট
৭) ব্যাঙ্ক অ্যাকাউন্ট নং/আইএফএসসি কোড

কীভাবে আবেদন করবেন

১) প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট https://wbmdfcscholarship.in/aikya_app/home_app.php এ যেতে হবে।

২) হোমপেজ খুলবে। ‘Student Area’ option এ ক্লিক করতে হবে।

৩) “New Registration” এ ক্লিক করতে হবে।

৪) এরপর কোন জেলার বাসিন্দা সেটা ক্লিক করে “Application Form” খুলবে।

৫) Submit করুন।

সঙ্গে থাকুন ➥
X