কলকাতাঃ ৪৩৩১ দিন তথা ১২ বছর পর ঘরের মাটিতে টেস্ট সিরিজ হারল টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের সাথে কোনোভাবেই টেক্কা দিতে পারল না রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। এমন হারের পর চারিদিকে তুমুল সমালোচনা চলছে। রোহিত শর্মা থেকে বিরাট কোহলি, সবারই পারফর্মেন্স নিয়ে উঠছে প্রশ্ন। এভাবে কী ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারবে?
পুণের টেস্ট মাত্র তিনদিনেই শেষ হয়েছে। প্রথমে নিউজিল্যান্ডকে মাত্র ২৫৯ রানে আটকে দেয় ভারত। ওয়াশিংটন সুন্দর একাই ৭ উইকেট নিয়ে নজির গড়েন। প্রথম ইনিংস দেখে সবাই এটাই ধারণা করেছিল যে, ভারত দ্বিতীয় টেস্টে হেসেখেলে জয় পাবে। কিন্তু ভারতীয় দল ব্যাট করতে নামতেই সেই হাসি বিষাদে পরিণত হয়। মাত্র ১৫৬ রানেই প্রথম ইনিংসে গুটিয়ে যায় রোহিত বাহিনী।
১০৩ রান এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে নিউজিল্যান্ড। এবার ২৫৫ রানে অলআউট হয় তাঁরা। ভারতের সামনে লক্ষ্য ছিল ৩৫৯। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হওয়ার পরেও অনেকে ভেবেছিল যে, ভারত জিতে যাবে। কারণ হাতে তিনদিন রয়েছে। তবে হল ঠিক উল্টোটা। ২৪৫ রানেই শেষ হয় ভারতের দ্বিতীয় ইনিংস। দ্বিতীয় টেস্টে ১১৩ রানে জয় হাসিল করে নেয় কিউয়িরা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের স্থান
এখন প্রশ্ন হচ্ছে ঘরের মাঠে দুটি টেস্টে পরপর হারের পর আদৌ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারবে ভারত? বর্তমানে WTC পয়েন্ট তালিকায় এখনও অবধি শীর্ষ স্থানে রয়েছে টিম ইন্ডিয়া। তবে পিছনে তাড়া করছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের সঙ্গে আরেকটি টেস্ট বাকি আছে ভারতের। সেই টেস্টেও যদি হারের মুখ দেখতে হয় … তাহলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান খোয়াবে ভারত। জায়গা দখল করবে অস্ট্রেলিয়া।
WTC Points Table
তবে শেষ টেস্ট জিতলেও যে ভারতীয় দল WTC-র ফাইনালে যেতে পারবে, তা বলা যাচ্ছে না। আগামী দিনে রোহিতদের পাঁচটি টেস্ট ম্যাচ খেলতে হবে, আর সেখানে তিনটি ম্যাচ জিততেই হবে। তবে সহজেই এই জয় আসবে না। কারণ আসন্ন টেস্ট ম্যাচগুলি অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হতে চলেছে। ভারত যদি অস্ট্রেলিয়ায় গিয়ে কামাল দেখাতে না পারে, তাহলে WTC-র পয়েন্ট তালিকায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা ভারতকে পিছনে ফেলে এগিয়ে যাবে। এবং ভারতীয় দলেরও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন অধরা থেকে যাবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |