রোহিত, কোহলির ব্যর্থতা থেকে গম্ভীরের ভুল স্ট্যাটার্জি, যেই ৪ কারণে হারতে হল ভারতকে

Published on:

kohli rohit gambhir

কলকাতাঃ দীর্ঘ ১২ বছর পর নিজের দেশের মাঠে টেস্ট সিরিজ হারল ভারত (Team India)। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুড়ে নেয় নিউজিল্যান্ড। এখন হারের কারণ নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে দেশজুড়ে। এমনকি বর্তমানে এমন অবস্থা যে, টিম ইন্ডিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন ভঙ্গ হতে পারে। এর জন্য দায়ী কে? রোহিত শর্মা, বিরাট কোহলির অফ ফর্ম? নাকি গৌতম গম্ভীরের ভুল স্ট্যাটার্জি ও অত্যাধিক আত্মবিশ্বাস?

WhatsApp Community Join Now

প্রথম টেস্টে বেঙ্গালুরুতেও মুখ থুবড়ে পড়েছিল টিম ইন্ডিয়া। প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে অলআউট হয় রোহিত বাহিনী। দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ালেও, জয় অধরাই থেকে যায়। ব্যাটসম্যানদের এই ভরাডুবির কারণ হিসেবে বলা হচ্ছে যে, দলে অভিজ্ঞতার অভাব ও অত্যাধিক আত্মতুষ্টি।

দ্বিতীয়ত বেঙ্গালুরুতে স্পোর্টিং ট্র্যাকে হেরে পুণেতে স্পিনিং ট্র্যাক চেয়েছিল ভারত। রোহিত শর্মা ভেবেছিলেন যে, নিউজিল্যান্ডকে স্পিন দিয়ে বধ করবেন। কিন্তু হল উল্টোটা। এর আগেও নিউজিল্যান্ড যখন শেষবার ভারত সফরে এসেছিল, সেবার কিউয়ি স্পিনার এজাজ পাতিল এক ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন। এবার এজাজ না থাকলে মিচেল স্যান্টেনার সেই কাজ করে দেন।

রোহিত শর্মা ও বিরাট কোহলির অফ ফর্ম

তৃতীয়ত রোহিত শর্মা ও বিরাট কোহলির অফ ফর্ম। দীর্ঘদিন ধরেই ভারতের এই দুই স্তম্ভ বড় রান করতে পারছেন না। বারবার ব্যর্থ হচ্ছেন তাঁরা। দুর্বল বাংলাদেশের বিরুদ্ধে কিছু রান পেলেও, বড় দল সামনে আসলেই তাঁরা যেন গুটিয়ে যাচ্ছেন।

গম্ভীরের ভুল স্ট্যাটার্জি

চতুর্থ গম্ভীরের আত্মতুষ্টি! শ্রীলঙ্কায় গিয়ে ওয়ানডে সিরিজে হারের পরেও সেখান থেকে শিক্ষা নেননি তিনি। দলের ব্যাটিং খারাপ দেখেও তিনি ব্যাটারদের ধীরেসুস্থে খেলার পরামর্শ না দিয়ে তাঁদের নিজের মতোই খেলতে দেন। এতেই বাধ সাধে। বর্তমানে দলে ধরে খেলার মতো প্লেয়ার নেই। রাহুল দ্রাবিড়ের আমলে এই অভাব ছিল না।

সঙ্গে থাকুন ➥
X