কলকাতাঃ একদিন আগেই বর্ডার-গাভাস্কার ট্রফির (Border–Gavaskar Trophy) জন্য ভারতীয় দলের ১৮ সদস্যের নাম ঘোষণা করেছিল বিসিসিআই। সেই দলে নাম উঠেছে কলকাতা নাইট রাইডার্সের জোরে বোলার হর্ষিত রানার। এর আগেও তিনি ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন। তবে, সেবার অভিষেক হয়নি তার। এবার যেই ১৮ জনের নাম ঘোষণা হয়েছে, তাঁদের মধ্যে হর্ষিত রানা ও অভিমন্যু ইশ্বরন এখনও জাতীয় দলের হয়ে অভিষেকের সুযোগ পাননি।
হর্ষিত রানাকে সুযোগ দিতে চায়নি BCCI
তবে এও তথ্য উঠে আসছে যে, হর্ষিত রানাকে সুযোগ দিতে চায়নি BCCI। একজনের জোরাজুরিতেই নাকি শেষে তার নাম ঘোষণা করেন জাতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকর। কে হর্ষিতকে সুযোগ দেওয়ার জন্য জোরাজুরি করেছিলেন জানেন? আসলে তিনি হলেন বর্তমানে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর।
হর্ষিত রানার খেলা খুব কাছে থেকে দেখেছেন গৌতম গম্ভীর
কলকাতার মেন্টর থাকাকালীন হর্ষিত রানার খেলা খুব কাছে থেকে দেখেছিলেন গৌতম গম্ভীর। আইপিএল ২০২৪-এ হর্ষিত রানার আগুনে বোলিংয়ের সামনে পর্যুদস্ত হয়েছিলেন বিপক্ষ দলের বাঘা বাঘা ব্যাটসম্যানরা। আর এই কারণেই নাকি তিনি হর্ষিতকে টিম ইন্ডিয়ার সাথে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার জেদ ধরেছিলেন।
মহম্মদ শামির জায়গায় সুযোগ হর্ষিত রানাকে
বর্ডার-গাভাস্কার ট্রফিতে সুযোগ পাননি মহম্মদ শামি। আর তার বিকল্প হিসেবে তিন বোলারের নাম উঠে এসেছিল। তাঁরা হলেন নবদীপ সাইনি, মুকেশ কুমার ও KKR পেসার হর্ষিত রানা। নবদীপের অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা রয়েছে। টিম ইন্ডিয়ায় মুকেশের অভিষেক হয়েছে। তবে এদের দুজনকে না নিয়ে হর্ষিতকেই কেন? গম্ভীর জানিয়েছেন যে, নবদীপ ও মুকেশের থেকে হর্ষিতের বলের গতি বেশি। অস্ট্রেলিয়ায় তা অনেক কাজে লাগবে। এছাড়াও হর্ষিত অস্ট্রেলিয়ানদের কাছে অপরিচিত। এই কারণে তাঁকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করা যায়।