শুভক্ষণ মাত্র ২ ঘন্টা ১১ মিনিট, এবছর ভাইফোঁটার সবথেকে ভালো সময় কোনটা জেনে নিন

Published on:

bhai phota

কলকাতা: বাঙালিদের বারোমাসে তেরো পার্বণ। এই পার্বণগুলোর ভিতর একটা যেমন রাখী পূর্নিমা ঠিক তেমন আর একটা পার্বণ সম্পূর্ণ ভাই বোনের মঙ্গল কামনার জন্য হয় আর সেটা হলো ভাইফোঁটা। সাধারণত আশ্বিন অথবা কার্তিক মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে ভাইফোঁটা পালিত হয়। ভাইফোঁটা সাধারণত দুটো সময় দেওয়া যায়। এক প্রতিপদে, দুই দ্বিতীয়াতে। অনেকেই আবার প্রতিপদেও ভাইফোঁটা দিয়ে থাকেন।

কবে পালিত হয় ভাইফোঁটা?

কালী পুজোর দুই দিনের মাথায় পালন হয় ভাইফোঁটা। এইদিন বোন ও দিদিরা সারাদিন উপোস থেকে ভাই ও দাদার মঙ্গল কামনা করে তিথি অনুযায়ী ভাইফোঁটা দিয়ে থাকেন। বড়ো বোন হলে তারা ছোটোদের মাথায় ধান দুর্বা দিয়ে আশির্বাদ করেন। আর ছোটো বোন হলে দাদারা বোনেদের মাথায় ধান দুর্বা দিয়ে আশির্বাদ করে থাকেন। সাথে থাকে অনেক প্রকার মিষ্টি এবং বিভিন্ন খাওয়া দাওয়া। সাথে থাকে অনেক অনেক উপহার ভাই বোনদের একে অপরের তরফ থেকে।

এই অনুষ্ঠান সাধারণত ভাই বোনেদের মঙ্গল কামনার স্বার্থে পালন করা হয়। দ্বিতীয়াতে এই ফোঁটা দেওয়ার নিয়ম বেশি আছে। শঙ্খ, উলু ধ্বনিতে ভাই, দাদাদের দীর্ঘায়ু কামনা করা হয় এই অনুষ্ঠানে।

ভাইফোঁটা ২০২৪ | Bhai Phota 2024

২০২৪ সালে ভাইফোঁটা পালন হবে ৩ রা নভেম্বরে। দিনটি রবিবার হওয়ায় খুশির আমেজে বাঙালিদের  মধ্যে। ঐদিন প্রদীপ জ্বালিয়ে দাদা, ভাইদের দীর্ঘায়ু কামনায়ে ভরে উঠবে চারিদিক।

ভাইফোঁটার শুভ মুহূর্ত

এইবছর ভাইফোঁটা সময় মাত্র ২ ঘন্টা ১১ মিনিট। ৩ রা নভেম্বর ২০২৪ সালে ভাইফোঁটার শুভ মুহূর্ত দুপুর ১:১০ মিনিট থেকে দুপুর ৩:২২ মিনিট পর্যন্ত।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥