শ্বেতা মিত্র, কলকাতাঃ টিভি সিরিয়াল হোক বা নন ফিকশন শো, কতদিন চলবে তা পুরোটাই নির্ভর করে TRP-র ওপর। টিআরপি থাকলেই মঙ্গল, আর টিআরপি না থাকলেই হাজারো টেনশন। এর আগে অতীতে এমন অনেকবার দেখা গিয়েছে বিশেষ করে কোনও সিরিয়াল ভালোভাবে শুরু তো হল, কিন্তু ক্রমে টিআরপির অভাবে বন্ধ হয়ে গিয়েছে। তবে এবার কিছুটা হলেও ব্যতিক্রম। যদিও বেজায় মন খারাপ দর্শকদের। মাত্র ২ বছরের মাথায় বন্ধ হচ্ছে এক সময়ের চ্যানেল কাঁপানো মেগা সিরিয়াল। যা জানা যাচ্ছে, শেষ দিনের শ্যুটিং-ও হয়ে গিয়েছে। এখন আপনিও কি জানতে ইচ্ছুক যে কোন সিরিয়াল বন্ধ হচ্ছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
বন্ধ হচ্ছে জনপ্রিয় মেগা
জানা গিয়েছে, মাত্র ২ বছরের মুখে বন্ধ হয়ে যাচ্ছে কালার্স বাংলার বিখ্যাত মেগা ‘সোহাগ চাঁদ’। হ্যাঁ ঠিকই শুনেছেন। ইতিমধ্যেই শেষ দিনের শ্যুটিং- ও করে ফেলেছেন মেগার কলাকুশলীরা। এদিকে টলিপাড়া থেকে এই খবর চাউর হতেই বেজায় মন খারাপ হয়ে গিয়েছে দর্শকদের। কালার্স বাংলায় বর্তমানে যে সিরিয়ালগুলি চলছিল তার মধ্যে সবথেকে পুরনো ছিল এই সোহাগ চাঁদ। একসময় জনপ্রিয়তার শীর্ষে উঠে গিয়েছিল সোহাগ চাঁদ সিরিয়ালটি। তবে সেই যে কথায় আছে না যার শুরু আছে তার শেষ আছে। এই সোহাগ চাঁদ সিরিয়ালটির ক্ষেত্রেও একই ব্যাপারটা প্রযোজ্য।
বন্ধ হচ্ছে সোহাগ চাঁদ
যারা সিরিয়ালপ্রেমী তাঁরা জানবেন, ২০২২ সালের নভেম্বর মাসে কালার্স বাংলায় সম্প্রচার শুরু হয়েছিল এই ধারাবাহিকের। মুখ্য ভূমিকায় ছিলেন অন্বেষা মুখোপাধ্যায় ও অভিষেক বীর শর্মা। একটি মিষ্টি প্রেমের কাহিনি দর্শকদেরও কাছে ক্রমেই জনপ্রিয়তা লাভ করেছিল। গত মে মাসে সোহাগ চাঁদের গল্প এসেছিল ৬ বছরের লিপ। অবশেষে ৭০০ পর্ব পেরিয়ে শেষ হচ্ছে এই ধারাবাহিক। রবিবার সিরিয়ালের শেষদিনের শ্যুটিং করল কলাকুশলীরা। মেগায় অন্বেষা-অভিষেক ছাড়াও ভরত কল, সমতা দাস, অনুরাধা মুখোপাধ্যায়ের মতো বাঘা বাঘা অভিনেতা-অভিনেত্রীরা ছিলেন একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে।