KKR-র রিটেনের অঙ্ক বিগড়ে দিলেন খোদ শাহরুখ খান, বাদশার কাণ্ডে হতচকিত সবাই! ভাইরাল ভিডিও

Published on:

shah rukh khan kkr

কলকাতাঃ হাতে আর দু’দিন। ৩১ অক্টোবর IPL-র সমস্ত ফ্রাঞ্চাইজিগুলোকেও তাঁদের রিটেন করা প্লেয়ারদের তালিকা তুলে দিতে হবে BCCI এর হাতে। এরপর নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরুতে আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হবে। তবে তার আগে কলকাতা নাইট রাইডার্সের মালিক তথা বলিউড বাদশা শাহরুখ খানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যেখানে তাঁকে KKR-র এক প্লেয়ারের উপর প্রেম বর্ষণ করতে দেখা যাচ্ছে। এমনকি তাঁকে কানে কানে কিছু বলছেনও শাহরুখ খান। এই ভিডিও ভাইরাল হওয়ার পর KKR-র রিটেনশন লিস্টের অঙ্ক ফের জটিল হবে বলে মনে হচ্ছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

গতবারের IPL চ্যাম্পিয়ন KKR মোটামুটি তাঁদের রিটেন করা প্লেয়াদের তালিকা তৈরি করে ফেলেছে, এমনটাই খবর। তবে প্রথমে শোনা যাচ্ছিল যে, কলকাতা তাঁদের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ধরে রাখবে না। তবে, এখন একটি রিপোর্টে জানা যাচ্ছে যে, শ্রেয়স আইয়ারকে রিটেন করে ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে ছেড়ে দিতে পারে কলকাতা।

এছাড়াও KKR-র তালিকায় মিচেল স্টার্ক, দুষ্মন্ত চামিরা, ফিল সল্টের নাম রয়েছে। পাশাপাশি রয়েছে আফগানিস্তানের স্টার ক্রিকেটার তথা উইকেট রক্ষক রহমানুল্লাহ গুরবাজ। ২০২৪ এর IPL-এ গুরবাজ খুব কম সুযোগ পেয়েছিলেন। ফিল সল্ট থাকার কারণে তিনি প্রথম দিকে সুযোগ পাননি দলে। পরে প্লে অফ থেকে তাঁকে মাঠে দেখা যায়। তবে তিনি তেমন কোনও ছাপ ফেলতে পারেননি। আর এই কারণেই তাঁকে ছেড়ে দিতে চায় নাইটরা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

তবে রহমানুল্লাহ গুরবাজ আর শাহরুখ খানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যা দেখা জল্পনা বেড়েছে। আসলে ভিডিওতে দেখা যাচ্ছে যে, শাহরুখ খান গুরবাজকে আলিঙ্গন করে তার কানে কানে কিছু বলছেন। এই ঘটনাটি দুবাইয়ের বলে দাবি করা হচ্ছে। আর এই ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই এটা বলছেন যে, যেহেতু মালিক গুরবাজের পক্ষে রয়েছেন, তাই এবারও আফগান উইকেটরক্ষক কলকাতাতেই খেলবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group