প্রীতি পোদ্দার, কলকাতা: ২০২২ সালের জুলাই মাসে কলকাতার প্রথম মাল্টি-টায়ার আন্ডারপাসটি নির্মাণ শুরু হয়েছিল। নিউটাউন বিশ্ব বাংলা গেটের নিচে নির্মাণ করা হয়েছিল সেটি। গত বছর জুলাই মাসে মন্ত্রী ফিরহাদ হাকিম এই নয়া নির্মানটি উদ্বোধন করেন। মূলত যানজট কমাতে এই আন্ডারপাসটি নির্মাণ করা হয়েছে। আর এই আবহে ফের বছর ঘুরতে না ঘুরতেই নিউটাউনে আবার দ্বিতীয় দোতলা আন্ডারপাস নির্মাণ হতে চলেছে কলকাতায়।
নিউটাউনে প্রথম মাল্টি টায়ার আন্ডারপাসের
মাল্টি টায়ার আন্ডারপাসের মাধ্যমে নিউটাউন, রাজারহাট, বিমানবন্দরগামী গাড়ি যাতায়াতের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাওয়া যাচ্ছে। আন্ডারপাসের উপরের স্তরটি সল্টলেক ও করুণাময়ীর দিক থেকে সরাসরি নজরুলতীর্থ ও ইউনিটেকের থেকে আসা গাড়ি ও দু চাকার জন্য বরাদ্দ করা হয়েছে। কিন্তু যেহেতু শহরে ক্রমেই জনসংখ্যা বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে তাই বাড়ছে গাড়ির সংখ্যা। শহর ক্রমশ বাড়ছে। বাড়ছে জনসংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে গাড়ি। আরও আধুনিক হচ্ছে শহর। তাই আরও এক নয়া আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।
আরও এক নয়া আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা!
সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, এই দ্বিতীয় আন্ডারপাসটি নিউটাউনে টাটা মেডিক্যাল সেন্টার ক্রশিংয়ের কাছে নির্মাণ হতে চলেছে। যার উপরের তলাটি যথারীতি গাড়ির জন্য বরাদ্দ করা হবে। নীচের তলা দিয়ে যাতায়াত করবেন পথচারীরা। দুর্ঘটনা এড়াতে এবং নিরাপদ, সুরক্ষিত ভাবে যানচলাচল বিধি বজায় রাখতেই এই উদ্যোগ। এছাড়াও রাস্তার একাধিক ক্রশিংয়ে পথচারীদের সুবিধার জন্য সাবওয়ে নির্মাণ করা হয়েছে। সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটির কাছে, ওয়েস্টিন হোটেলের কাছে, স্মার্ট কানেক্টে ও চিনার পার্কের কাছে সাবওয়ে নির্মাণ হবে। মূলত পথচারীদের যাতে উপর দিয়ে পারাপার করতে না হয় সেকারণেই এই বিশেষ ব্যবস্থা।