দক্ষিণবঙ্গে টানা ৪ দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, জানুন কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

Published on:

weather

প্রীতি পোদ্দার, কলকাতা: চলতি বছর দুর্গাপুজোর মরশুমে খুব একটা অসুবিধায় ফেলেনি বঙ্গবাসীকে। বেশ আনন্দেই প্যান্ডেল হুপিং করতে পেরেছিল দর্শনার্থীরা। তারপরেই উদ্ভব হয়েছে ঘূর্ণিঝড় ডানা-র। কিন্তু এই দুর্যোগের প্রভাবে কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি দক্ষিণবঙ্গে। আর দুর্যোগ কাটতেই ফের বদলাতে শুরু করেছে আকাশের হাবভাব। আপাতত রাজ্যের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্ত ভাবে দু’-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। অর্থাৎ কালীপুজো বা দীপাবলির সময়েও রাজ্যে কোনও কোনও অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও কালীপুজোর পর থেকেই আবহাওয়া বদলাতে শুরু করবে দক্ষিণের একাধিক জেলায়। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, আজ থেকে ১ নভেম্বর অবধি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

WhatsApp Community Join Now

এবার শীত আসার পালা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই আবহাওয়ার আমূল বদল লক্ষ্য করা যাবে। পাকাপাকি ভাবে বর্ষা বিদায় নিয়েছে এবার রাজ্য থেকে। নতুন করে আর নিম্নচাপের আশঙ্কা নেই। তাই কালীপুজো এবং ভাইফোঁটার সময় মোটের আবহাওয়া শুষ্কই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী এক সপ্তাহে দুর্যোগ বা ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কোনও কোনও জেলায় দু-এক পশলা বৃষ্টি হলেও হতে পারে।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকাল বেশ কিছু জেলায় স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। কলকাতা ও সংলগ্ন দুই জেলা হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে পশ্চিমের জেলাগুলিতে শীতের হালকা আমেজ শুরু হবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী শনিবার থেকে আবহাওয়া শুষ্ক হতে শুরু হবে। শীতের আমেজ টের পাবে বঙ্গবাসী।

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গে আগামীকাল দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে নতুন মাস পড়তেই বৃষ্টির সম্ভাবনা কমবে এবং শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। মালদা, দুই দিনাজপুর এবং জলপাইগুড়িতেও শুষ্ক আবহাওয়া থাকবে।

সঙ্গে থাকুন ➥