শ্বেতা মিত্র, কলকাতাঃ ঘূর্ণিঝড় ডানা যেতে না যেতেই নতুন করে বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন ঘটল। এদিকে আবহাওয়া বদলের জেরে ঘরে ঘরে সাধারণ মানুষের জ্বর, সর্দি, কাশি নতুন করে দেখা দিয়েছে। কখনো পরিষ্কার আকাশ তো কখনো আবার মেঘলা আকাশেরও দেখা মিলছে বাংলায়। আবার যে বিরাট পরিবর্তন ঘটছে তা হাড়ে হাড়ে এখন টের পাওয়া যাচ্ছে। এদিকে হাওয়া অফিস জানাচ্ছে, পশ্চিমবঙ্গের আকাশ প্রধানত পরিষ্কার থাকার সম্ভাবনা আছে। তবে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে স্থানীয় বর্জগর্ভ সঞ্চরিত হওয়ার কারণে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা ও দুই একটি জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ বুধবারও সেটার ব্যতিক্রম ঘটবে না। ফলে বাড়ি থেকে বেরোনোর আগে জেনে রাখুন আজকের আবহাওয়ার হাল হকিকত।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমে আলোচনা করে নেওয়া যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে আজ দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় বৃষ্টি হবে বলে ইঙ্গিত দিয়েছে আলিপুর হাওয়া অফিস। আলিপুরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, বুধবার হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, নদীয়া ও উত্তর ২৪ পরগনায়। এদিকে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। ছিটেফোঁটা বৃষ্টিও হতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ বুধবার থেকে আবার উত্তরবঙ্গের আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটতে শুরু করবে। বাড়বে বৃষ্টি পরিমাণ বলেও খবর। জানা গিয়েছে, এদিন উত্তরবঙ্গের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভারী বৃষ্টির জন্য সর্তকতা জারি করা হয়েছে। এছাড়া হালকা থেকে মাঝারি পরিমানে বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়।
আগামীকালের আবহাওয়া
এদিকে মাসের শেষে অর্থাৎ ৩১ অক্টোবর দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের একাধিক জেলায় কখনো হালকা তো কখনো ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের কথা বললে এদিন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, কলকাতা এবং হাওড়া জেলায় হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।