কলকাতাঃ ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে চলমান টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচ মুম্বইতে ১ নভেম্বর থেকে অনুষ্ঠিত হতে চলেছে। শেষ টেস্টের আগে কলকাতা নাইট রাইডার্সের বোলার হর্ষিত রানাকে (Harshit Rana) ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে ভারতীয় দল এই সিরিজ ২-০ তে পিছিয়ে রয়েছে। শেষ ম্যাচ ভারতের সম্মান বাঁচানোর ম্যাচ হতে চলেছে। তবে আচমকাই কেন হর্ষিতকে দলে অন্তর্ভুক্ত করল বিসিসিআই, তা নিয়ে অনেক প্রশ্ন উঠছে।
আসলে হর্ষিত রানাকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে রিজার্ভ দলে রাখা হয়েছিল। কিন্তু রনজি ট্রফি খেলার জন্য তাঁকে রিলিজ করে দেওয়া হয়। দিল্লি দলের হয়ে রনজি ম্যাচে আসামের বিরুদ্ধে ৭ উইকেট নিয়েছেন হর্ষিত। এছাড়াও তার ব্যাট থেকে ৫৯ রানও এসেছে। ওই ম্যাচে অসমকে ১০ উইকেটে হারায় দিল্লি।
বর্ডার-গাভাস্কার ট্রফিতে হর্ষিত রানা
হর্ষিত রানাকে আসন্ন বর্ডার-গাভাস্কার ট্রফির ১৮ সদস্যের দলের মধ্যে রাখা হয়েছে। এর আগেও হর্ষিত টিম ইন্ডিয়ায় সুযোগ পেয়েছিলেন। কিন্তু তার অভিষেক হয়ে ওঠেনি। তাহলে এবার কী হর্ষিতের অভিষেক নিশ্চিত? যদিও এটা নিয়ে স্পষ্ট কিছু এখনও বলা যাচ্ছে না। তবে বর্তমানে সবার নজর এই ২২ বছর বয়সী বোলারের উপর রয়েছে।
চাপ বাড়বে KKR-র?
তবে হর্ষিত যদি তৃতীয় টেস্টে ভারতীয় দলে অভিষেকের সুযোগ পান, তাহলে আগামী দিনে অস্ট্রেলিয়া সফরে তার এবং দল দুই পক্ষেরই সুবিধা হবে। তবে হর্ষিতের অভিষেকে সমস্যায় পড়বে KKR? কারণ নাইট ম্যানেজমেন্ট আনক্যাপড প্লেয়ার হিসেবে হর্ষিতকে ধরে রাখতে চাইছে। কিন্তু IPL রিটেন তালিকা দেওয়ার শেষ দিন ৩১ অক্টোবর। আর হর্ষিতের ভারতীয় দলে অভিষেক হতে পারে ১ নভেম্বর। তাই হর্ষিতকে দলে রাখার জন্য বেশি খরচ করতে হবে না KKR-কে। ৭ কোটি টাকা বাঁচবে নাইট ম্যানেজমেন্টের।