কলকাতার পর এবার উত্তরবঙ্গে আন্ডারওয়াটার মেট্রো! জলপাইগুড়িতে চলছে জোর কদমে কাজ

Published on:

underwater metro

শ্বেতা মিত্র, জলপাইগুড়িঃ কলকাতা শহরের পর এবার নতুন নজির গড়তে চলেছে জলপাইগুড়ি। এবার সেখানেও চলতে দেখা যাবে মেট্রোকে! হ্যাঁ ঠিকই শুনেছেন। ইতিমধ্যে উত্তরবঙ্গের এই বিখ্যাত জেলায় তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। ঘন্টার পর ঘন্টা ধরে চলছে মেট্রো তৈরীর কাজ। এদিকে এই খবর চাউর হতেই সকলের মধ্যে এক আলাদাই উত্তেজনা কাজ করছে। কলকাতার পর এবার জলপাইগুড়িতে মেট্রো পরিষেবা দেখার জন্য রীতিমতো মুখিয়ে রয়েছেন সাধারণ মানুষ। কেউ হয়তো স্বপ্নেও ভাবতে পারিনি যে উত্তরবঙ্গে ও মেট্রো পরিষেবা দেখার সুযোগ পাবেন। তবে এখানে কিন্তু একটি টুইস্ট রয়েছে। আর সেই টুইস্ট ঠিক কী তা জানতে হলে আপনাকে গোটা প্রতিবেদনটি পড়ে ফেলতে হবে।

উত্তরবঙ্গে আন্ডারওয়াটার মেট্রো!

WhatsApp Community Join Now

এখানে জানিয়ে রাখা দরকার, আসলে উত্তরবঙ্গে কিন্তু সত্যিকারে কোনওরকম মেট্রো ছুটবে না। একটি কালীপুজোর থিম হিসেবে কলকাতা মেট্রোকে তুলে ধরা হবে। গঙ্গার নীচ দিয়ে মেট্রো চলাকে ফুটিয়ে তোলা হবে কালীপুজোর থিমে। চলতি বছর দুর্গাপুজোতে কলকাতার বিখ্যাত পুজো মণ্ডপ জগত মুখার্জি পার্কে আন্ডারওয়াটার মেট্রো থিম করা হয়েছিল। আর সেই থিম রীতিমতো নজর কাড়া ছিল। আসল নকল গুলিয়ে গিয়েছিল সকলের কাছে। তবে এবার এই দেখাদেখি জলপাইগুড়ির একটি পুজো মণ্ডপও বিরাট রকমের চমক দিতে চলেছেন দর্শনার্থীদের।

জলপাইগুড়ির কালীপুজোয় আন্ডারওয়াটার মেট্রো থিম

জানা গিয়েছে, জলপাইগুড়ির ময়নাগুড়িতে জাগরণী ক্লাব কর্তৃপক্ষের তরফে দুর্দান্ত উদ্যোগ নেওয়া হয়েছে। ক্লাব কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মণ্ডপের ভেতরে প্রবেশ করলেই এক্কেবারে দক্ষিণবঙ্গের সেই গঙ্গার ভেতর দিয়ে মেট্রো চড়ার আসল অনুভূতি পাবে দর্শনার্থীরা।  প্ল্যাটফর্ম ও বসার জায়গা, চলমান সিড়ি, রুট চার্ট সবই থাকবে মণ্ডপে।

এছাড়াও প্ল্যাটফর্ম থেকে ট্রেনে চেপে জলে ভাসমান অবস্থায় প্রতিমার দর্শন করা যাবে। মেট্রোতে রয়েছে বাতানুকূল পরিবেশ। ২৮টি এসি থাকছে কামরায়। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি শহরের ১২ নম্বর ওয়ার্ডের দেবীনগরেরর মিলপাড়ায় ক্লাবের পুজো মণ্ডপ তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।

সঙ্গে থাকুন ➥
X