GT থেকে KKR-এ? মহম্মদ শামিকে ছাড়তে পারে গুজরাত, পোয়াবারো হবে কলকাতার

Published on:

mohammed shami gujarat titans

কলকাতাঃ মহম্মদ শামিকে (Mohammed Shami) শেষবার মাঠে দেখা গিয়েছিল ২০২৩ এর বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এরপর থেকে চোটের কারণে তার আর মাঠে নামার সুযোগ হয়নি। গত বছর IPL-এও খেলতে পারেননি বাংলার এই জোরে বোলার। তবে চোট সারিয়ে এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন তিনি। করছেন অনুশীলনও। তবে, এখনই শামির উপর ভরসা রাখতে পারছে না বিসিসিআই। এই কারণে তাঁকে বর্ডার-গাভাস্কার ট্রফিতে সুযোগ দেওয়া হয়নি। তবে এবার এও শোনা যাচ্ছে যে, শামির বর্তমান আইপিএল টিম গুজরাত টাইটান্স তাঁকে ছেড়ে দিতে পারে।

WhatsApp Community Join Now

আগামীকাল ৩১ অক্টোবরের মধ্যে আইপিএলের সমস্ত ফ্রাঞ্চাইজিগুলোকে রিটেন প্লেয়ারদের তালিকা তুলে দিতে হবে। আর তার ঠিক একদিন আগেই শামিকে নিয়ে এই খবর প্রকাশ্যে এসেছে। সূত্রের খবর, গুজরাত টাইটান্স তাঁদের অধিনায়ক শুভমন গিল, বোলার রশিদ খান ব্যাটার সাই সুদর্শন এবং শাহরুখ খান ও রাহুল তেওয়াটিয়াকে ধরে রাখার প্ল্যান করেছে। শামিকে এবার তাঁরা মেগা নিলামে নিয়ে যেতে চাইছে।

গুজরাট টাইটান্সে মহম্মদ শামির কেরিয়ার

উল্লেখ্য, ২০২২ এর মেগা নিলামে মহম্মদ শামিকে কিনেছিল গুজরাত টাইটান্স। সেবার তিনি ২০ উইকেট নেন। সেবার গুজরাত দল হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বে প্রথমবার IPL খেলেই সেরার মুকুট অর্জন করে। ২০২৩-এ আইপিএলের শিরোপা না পেলেও, রানার্সআপ হয় GT। সেবার শামি ২৮টি উইকেট নিয়েছিলেন। ২০২৪ আর খেলা হয়নি শামির। আর এখন শোনা যাচ্ছে যে, শামিকে GT ছেড়ে দিতে পারে।

KKR-এ আসছেন মহম্মদ শামি?

তাহলে কোন দলে খেলবেন শামি? আসলে শামির মতো প্রতিভাবান ও অভিজ্ঞতা সম্পন্ন বোলারকে নেওয়ার জন্য যেকোনও দলই ঝাঁপাতে পারে। তবে এও শোনা যাচ্ছে যে, এবার কলকাতা নাইট রাইডার্স শামিকে নেওয়ার চেষ্টা করতে পারে। রিপোর্ট অনুযায়ী, KKR মিচেল স্টার্ককে ছেড়ে দিচ্ছে। আর সেই জায়গা মহম্মদ শামি যে সেরা বিকল্প হয়ে উঠতে পারেন, তা আর বলার অপেক্ষা রাখে না।

সঙ্গে থাকুন ➥